গ্রামের সবজি হাটsteemCreated with Sketch.

in #marketlast year

আমাদের গ্রামে সপ্তাহে দুইদিন করে হাট হয়৷ আমাদের পার্বতীপুরে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার হাট হয়৷ হাটে গ্রামে দূর দূরান্ত থেকে লোকজন আসেন সবজি নিয়ে৷ এসব লোক অনেক সময় চাষী হয়৷ আবার অনেক সময় পাইকারী ব্যবসায়ী হয়৷ গ্রামের চাষীদের কাছে অল্প দামে পন্য কিনে আনেন৷ এবং বাজারে বিক্রি করেন৷ আমিও প্রায় হাটে যাইতাম পন্য কিনতে। বাজার থেকে হাটে কম দামে পন্য কেনা যায়৷ হাটে দাম অনেক কম থাকে৷ হাটে অনেক পন্য আনা হয়৷ সেখান থেকে বেঁচে বেচে ভালো জিনিস নেওয়া যায়৷ আমি ভালো বাজার করতে পারি৷ হাটবার করে রাস্তায় অনেক জ্যাম থাকে৷ হাটের দিন হাটের গেটে ঢুকায় যায় না৷ এমনি দিন আবার ফাঁকা থাকে।

1000000404.jpg

1000000405.jpg

ধন্যবাদ