আম
আমি বাংলাদেশে বসবাস করি। আমার নাগরিকত্ব বাংলাদেশ। আমার জন্ম হয়েছিল বাংলাদেশে। আমাদের দেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। আমাদের দেশে আম সব থেকে বেশি আমদানির ও রপ্তানি হয়। আমাদের দেশে আমের চাহিদা প্রচুর। গ্রীষ্মকালে আমি চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যায়। কাঁঠালের তুলনায় আমের চাহিদাই বেশি। বাংলাদেশের বিভিন্ন জাতের আম পাওয়া যায়। এর মধ্যে গোপাল ভোগ, হাড়িভাঙ্গা, ন্যাংড়া ও ফজলি অন্যতম। আগে শুধুমাত্র গ্রীষ্মকালে আম পাওয়া যেত। বর্তমানে প্রযুক্তির সহযোগিতায় সারা বছরে প্রায় আম পাওয়া যায়। এখনো বাজারে আম দেখতে পাওয়া যায়। আম একটি টক মিষ্টি স্বাদের ফল। বেশিরভাগ আম মিষ্টি স্বাদের হয়ে থাকে। আম খেতে ছোট বড় উভয়ই পছন্দ করেন। আমারও আম খেতে অনেক ভালো লাগে। আমার পছন্দের ফল হচ্ছে আম। আপনাদের রংপুর অঞ্চলের বিখ্যাত আম হচ্ছে হাড়িভাঙ্গা। রংপুর থেকে হাড়িভাঙ্গা আম সারা বাংলাদেশে সাপ্লাই করা হয়। হাড়িভাঙ্গা আমের খ্যাতি এখন দেশজুড়ে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমের মুকুল ধরে। আম পরিপূর্ণতা পেতে চার থেকে পাঁচ মাস সময় লাগে। আম জুলাই থেকে আগস্ট মাসে পাকতে শুরু করে। যত বেশি গরম পড়ে তত বেশি আম পাকা শুরু কর। আম অনেকদিন পর্যন্ত রাখা যায়। একেকটি গাছে প্রচুর পরিমাণে আম ধরে। আম ৪০ গ্রাম থেকে ২ কেজি পর্যন্ত হয়ে থাকে।