আর্ট পোস্টঃ- মেয়ের নামের প্রথম অক্ষর "R" দিয়ে একটি ম্যান্ডেলা আর্ট।
শুভ দুপুর বন্ধুরা,
আর্টের প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
সাদা খাতা।
কালার পেন্সিল।
পেন্সিল।
রাবার।
কম্পাস।
আর্ট এর ধাপ সমূহঃ
প্রথম ধাপঃ
প্রথমে একটি সাদা কাগজ নিয়ে কম্পাসের সাহায্যে বৃত্ত এঁকে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বৃত্ত আঁকার পরে সেখানে খুব সুন্দর করে বড় সাইজের একটি "R" এঁকে নিলাম পেন্সিল দিয়ে।
দ্বিতীয় ধাপঃ
আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা "R" এঁকে নেওয়ার পরে বৃত্তের বাইরে আরো সুন্দর করে বৃত্ত এঁকে নিলাম। এঁকে নেওয়ার পরে "R" এর ভিতর এখন ম্যান্ডেলা আর্ট করতেছি। আমি কিছুটা অংশ এঁকে নিয়েছি।
তৃতীয় ধাপঃ
ম্যান্ডেলা আর্ট করে নেওয়ার পরে আরো কিছুটা অংশ নকশা এঁকে নিলাম। এখন আমি সেই নকশাতে কালার করে নিয়েছি যা আপনাদেরকে দেখিয়ে দিলাম।
চতুর্থ ধাপঃ
এভাবে ধাপে ধাপে নকশা করেছি এবং সেখানে কালার করে নিয়েছি কালার মার্কার এর সাহায্যে যা আপনারা দেখতেই পাচ্ছেন। প্রায় কিছুটা অংশ করে নিয়েছি বলতে গেলে শেষের দিকে।
পঞ্চম ধাপঃ
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ধাপে ধাপে আমি ম্যান্ডেলা আর্টের সাহায্যে পুরো আর্টের কাজ সম্পন্ন করার চেষ্টা করেছি। এই পর্যায়ে ম্যান্ডেলা আর্ট এবং কালারিং করার কাজ শেষ।
ষষ্ঠ ধাপঃ
পুরো আর্ট এবং কালারিং এর কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন পাশে আমার একটি সাইন দিয়ে দিলাম।
উপস্থাপনা

ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | একটি বৃত্তের ভিতর নামের অক্ষর "R" দিয়ে ম্যান্ডেলা আর্ট |

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
https://x.com/nahar_hera/status/1823656985537217000?t=w1_oBzsCLPkeZFnc5Gxy3A&s=19
মেয়ের নামের প্রথম অক্ষরকে ঘিরে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। আপনার করা আর্ট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুবই চমৎকার ভাবে ম্যান্ডেলা আর্ট টি ফুটিয়ে তুলেছেন। যা দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
খুব সুন্দর গঠনমূলক মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।
বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে মেয়ের নামের প্রথম অক্ষর দিয়ে একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ চমৎকার লেগেছে। সত্যি আপনার হাতের কাজগুলো বেশ অসাধারণ। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
বেশ ভালো লাগলো আপনার কাছ থেকে এত সুন্দর প্রশংসা পেয়ে অনুপ্রাণিত হলাম।
বাহ দারুন তো। মেয়ের নামের প্রথম অক্ষর খুব সুন্দর ভাবে ম্যান্ডেলা আর্ট করেছেন। সত্যি বলতে এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে সময়ের প্রয়োজন হয়। যাইহোক আপু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
ছোট মেয়ে আপু বেশ কিছুদিন ধরে বিরক্ত করছিল তার নামের অক্ষর দিয়ে ম্যান্ডেলা আর্ট করতে তাই করে নিলাম।
বাহ বাহ বেশ ভালো তো।এবার আমরাও বায়না করবো।
অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। মেয়ের নামের প্রথম অক্ষর দিয়ে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আপনি আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লেগেছে। আপনার এই মেন্ডেলা তৈরি করার ক্ষেত্রে প্রথমে সাদা কাগজের ওপর কম্পাস ও রুল দিয়ে বৃত্ত একে নিয়ে বৃত্তের মধ্যে আরটি এঁকে নেওয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে ,প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনা করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি আপু সুন্দর করে তৈরি করে শেয়ার করার। তবে আপনার কাছ থেকে এত সুন্দর প্রশংসা শুনে মুগ্ধ হয়ে গেছি আমি।
এখনকার জ্বর গুলো ভাইরাস জাতীয় তাই একজনের বলে আস্তে আস্তে পরিবারের সবার হয়। আপনাদের সবার সুস্থতা কামনা করছি আপু। যাইহোক মেয়ের নামের প্রথম অক্ষরের খুব সুন্দর মেন্ডেলা আর্ট করেছেন। দারুন হয়েছে আপনার মেন্ডেলা আর্ট টা। কালার গুলো করার কারণে বেশ আকর্ষণীয় লাগছে আর্ট টা। মুগ্ধ হলাম আপনার আজকের ম্যান্ডেলা আর্ট দেখে। ধন্যবাদ আপনাকে।
ভালো লেগেছে আপু আপনার মূল্যবান সময় দিয়েই আমার পোস্ট ভিজিট করলেন।
বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই ম্যান্ডেলা আর্ট করতে দেখে। দারুন ভাবে আর্ট এর কাজ সম্পন্ন করেছেন আপনি। অসাধারণ হয়েছে আপনার এই মেন্ডেলা আর্ট করা ইংরেজি লেটার আর দিয়ে।
ভাইয়া আমার শেয়ার করা আর্ট আপনি দেখেছেন অনেক ভালো লাগলো।
আপনার মেয়ের নামের প্রথম অক্ষর R দিয়ে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু।যা দেখতে অনেক সুন্দর হয়েছে।ম্যান্ডেলা আর্টের প্রত্যেকটা ধাপ শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার কাছে আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করছি। যাই হোক আপনি আপনার মেয়ের নামের প্রথম অক্ষর R এর সাথে মিল রেখে সুন্দর একটি ম্যান্ডেলা র্আট মাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া ম্যান্ডেলা আর্টের ধাপগুলো ছিল অনেক সুন্দর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আরে বাহ্ আপনি তো এখন অনেক সুন্দর সুন্দর আর্ট করতে পারেন দেখছি। এরকম আর্ট গুলো করার জন্য আপনি প্রতিনিয়তই চেষ্টা করেন, যার কারণে এখন এত সুন্দর আর্ট করতে পারছেন। আপনার আজকের করা এই আর্ট অসম্ভব সুন্দর হয়েছে। কালারটা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যে, দেখে তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। পুরো আর্ট টা একেবারে মনোমুগ্ধকর হয়েছে।