আর্ট পোস্টঃ- মেয়ের নামের প্রথম অক্ষর "R" দিয়ে একটি ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগlast year

শুভ দুপুর বন্ধুরা,


r18.jpg

প্রিয় পরিবারের সকল সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। তবে কাল থেকে একটু অসুস্থ মাথা ব্যথা হালকা সর্দি জ্বর। মনে হচ্ছে পরিবারের সবাই অসুস্থ হয়ে যাব যেহেতু আমার সাথে ছোট মেয়ের হল। পরিবারের কোন একজনে অসুস্থ হলে সবার হয়ে যায় আস্তে আস্তে। এখন আস্তে আস্তে গরম এবং ঠান্ডা মিশ্রিত হচ্ছে যার কারণে সবাই অসুস্থ হয়ে পড়ছেন। বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগে। আমি আজকে আবার উপস্থিত হয়েছি একটি আর্ট পোস্ট নিয়ে। বন্ধুরা চেষ্টা করি প্রতি সপ্তায় একটি করে আর্ট শেয়ার করার। তবে তেমন সময় পায়না আর্ট গুলো করার।

r19.jpg

কিন্তু মাঝেমধ্যে সময় সুযোগ পেলে তৈরি করার চেষ্টা করি। এই আর্ট করেছি আমার মেয়ের নামে প্রথম অক্ষর দিয়ে। কিছুদিন আগে আমি আমার নামের প্রথম অক্ষর দিয়ে একটা আর্ট করেছিলাম। সেই আর্ট আমি কমিউনিটিতে শেয়ার করেছিলাম। সেটা অবশ্যই আমার ছোট মেয়ে দেখছিল। তখন থেকে আমাকে বলে আসছিল তার নামের প্রথম অক্ষর দিয়ে একটা ম্যান্ডেলা আর্ট করতে। তাই আমি হঠাৎ সময় পাওয়ার কারণেই সেই আর্ট করে নিলাম। “R” দিয়ে করার কারণে খুবই সুন্দর দেখাচ্ছে। বৃত্তের ভিতরে “R” দিয়েছি এবং বৃত্তের বাইরে সুন্দর করে ম্যান্ডেলা আর্ট করেছি বিভিন্ন নকশার সাহায্যে। আশা করি বন্ধুরা আপনাদের কাছে এই ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে করে আপনাদের সাথে শেয়ার করার। তবে মেয়ে অনেক বেশি খুশি হয়েছিল এই আর্ট দেখার পরে। যেকোনো ধরনের আর্ট করতে আমার খুব ভালো লাগে।

r17.jpg

কিন্তু সময় সুযোগ তেমন হাতে থাকে না বলে সব সময় করা হয়ে উঠে না। যখন মাঝেমধ্যে সময় পাই তখন তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। সবচেয়ে বেশি ভালো লাগে আপনারা অনেক বেশি অনুপ্রাণিত করেন দেখে। তাহলে বন্ধুরা আজকে আর দেরি না করে সেই আর্টের ধাপ গুলো আপনাদের সাথে শেয়ার করে নেব আমি কিভাবে করেছি। শুরু করা যাক তাহলে আর্টের প্রসেস গুলো—

r16.jpg

আর্টের প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • সাদা খাতা।

  • কালার পেন্সিল।

  • পেন্সিল।

  • রাবার।

  • কম্পাস।


r.jpg

আর্ট এর ধাপ সমূহঃ


প্রথম ধাপঃ

প্রথমে একটি সাদা কাগজ নিয়ে কম্পাসের সাহায্যে বৃত্ত এঁকে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বৃত্ত আঁকার পরে সেখানে খুব সুন্দর করে বড় সাইজের একটি "R" এঁকে নিলাম পেন্সিল দিয়ে।

r1.jpg

r2.jpg


দ্বিতীয় ধাপঃ

আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা "R" এঁকে নেওয়ার পরে বৃত্তের বাইরে আরো সুন্দর করে বৃত্ত এঁকে নিলাম। এঁকে নেওয়ার পরে "R" এর ভিতর এখন ম্যান্ডেলা আর্ট করতেছি। আমি কিছুটা অংশ এঁকে নিয়েছি।

r3.jpg

r4.jpg

r5.jpg


তৃতীয় ধাপঃ

ম্যান্ডেলা আর্ট করে নেওয়ার পরে আরো কিছুটা অংশ নকশা এঁকে নিলাম। এখন আমি সেই নকশাতে কালার করে নিয়েছি যা আপনাদেরকে দেখিয়ে দিলাম।

r6.jpg

r7.jpg

r8.jpg


চতুর্থ ধাপঃ

এভাবে ধাপে ধাপে নকশা করেছি এবং সেখানে কালার করে নিয়েছি কালার মার্কার এর সাহায্যে যা আপনারা দেখতেই পাচ্ছেন। প্রায় কিছুটা অংশ করে নিয়েছি বলতে গেলে শেষের দিকে।

r9.jpg

r10.jpg

r11.jpg


পঞ্চম ধাপঃ

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ধাপে ধাপে আমি ম্যান্ডেলা আর্টের সাহায্যে পুরো আর্টের কাজ সম্পন্ন করার চেষ্টা করেছি। এই পর্যায়ে ম্যান্ডেলা আর্ট এবং কালারিং করার কাজ শেষ।

r12.jpg

r13.jpg

r14.jpg


ষষ্ঠ ধাপঃ

পুরো আর্ট এবং কালারিং এর কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন পাশে আমার একটি সাইন দিয়ে দিলাম।

r15.jpg

r17.jpg

r16.jpg


উপস্থাপনা

আশা করি বন্ধুরা নামের অক্ষর “R” দিয়ে করা ম্যান্ডেলা আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করেছি বৃত্তের ভিতর নামের অক্ষর দেওয়ার এবং বৃত্তের বাইরের সুন্দর করে নকশা এঁকে কালারিং করার চেষ্টা করেছি। যদিও এ ধরনের নকশাগুলো তৈরি করতে যথেষ্ট পরিমাণ সময় দিতে হয়। কারণ ছোট ছোট নকশা গুলো করতে বেশ সময় লাগে। আর সেই নকশাগুলোকে কালার করে নিলে অনেক ভালো দেখায়। আমার বেশ ভালো লেগেছে যখন পুরো আর্ট কমপ্লিট হয়ে যায়। আশা করি বন্ধুরা আপনাদের কাছেও ভালো লাগবে। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

r18.jpg

r19.jpg

r16.jpg

r17.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিএকটি বৃত্তের ভিতর নামের অক্ষর "R" দিয়ে ম্যান্ডেলা আর্ট

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 last year 

মেয়ের নামের প্রথম অক্ষরকে ঘিরে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। আপনার করা আর্ট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুবই চমৎকার ভাবে ম্যান্ডেলা আর্ট টি ফুটিয়ে তুলেছেন। যা দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

খুব সুন্দর গঠনমূলক মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে মেয়ের নামের প্রথম অক্ষর দিয়ে একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ চমৎকার লেগেছে। সত্যি আপনার হাতের কাজগুলো বেশ অসাধারণ। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

বেশ ভালো লাগলো আপনার কাছ থেকে এত সুন্দর প্রশংসা পেয়ে অনুপ্রাণিত হলাম।

 last year 

বাহ দারুন তো। মেয়ের নামের প্রথম অক্ষর খুব সুন্দর ভাবে ম্যান্ডেলা আর্ট করেছেন। সত্যি বলতে এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে সময়ের প্রয়োজন হয়। যাইহোক আপু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 last year 

ছোট মেয়ে আপু বেশ কিছুদিন ধরে বিরক্ত করছিল তার নামের অক্ষর দিয়ে ম্যান্ডেলা আর্ট করতে তাই করে নিলাম।

 last year 

বাহ বাহ বেশ ভালো তো।এবার আমরাও বায়না করবো।

 last year 

অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। মেয়ের নামের প্রথম অক্ষর দিয়ে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আপনি আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লেগেছে। আপনার এই মেন্ডেলা তৈরি করার ক্ষেত্রে প্রথমে সাদা কাগজের ওপর কম্পাস ও রুল দিয়ে বৃত্ত একে নিয়ে বৃত্তের মধ্যে আরটি এঁকে নেওয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে ,প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনা করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

চেষ্টা করেছি আপু সুন্দর করে তৈরি করে শেয়ার করার। তবে আপনার কাছ থেকে এত সুন্দর প্রশংসা শুনে মুগ্ধ হয়ে গেছি আমি।

 last year 

এখনকার জ্বর গুলো ভাইরাস জাতীয় তাই একজনের বলে আস্তে আস্তে পরিবারের সবার হয়। আপনাদের সবার সুস্থতা কামনা করছি আপু। যাইহোক মেয়ের নামের প্রথম অক্ষরের খুব সুন্দর মেন্ডেলা আর্ট করেছেন। দারুন হয়েছে আপনার মেন্ডেলা আর্ট টা। কালার গুলো করার কারণে বেশ আকর্ষণীয় লাগছে আর্ট টা। মুগ্ধ হলাম আপনার আজকের ম্যান্ডেলা আর্ট দেখে। ধন্যবাদ আপনাকে।

 last year 

ভালো লেগেছে আপু আপনার মূল্যবান সময় দিয়েই আমার পোস্ট ভিজিট করলেন।

 last year 

বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই ম্যান্ডেলা আর্ট করতে দেখে। দারুন ভাবে আর্ট এর কাজ সম্পন্ন করেছেন আপনি। অসাধারণ হয়েছে আপনার এই মেন্ডেলা আর্ট করা ইংরেজি লেটার আর দিয়ে।

 last year 

ভাইয়া আমার শেয়ার করা আর্ট আপনি দেখেছেন অনেক ভালো লাগলো।

 last year 

আপনার মেয়ের নামের প্রথম অক্ষর R দিয়ে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু।যা দেখতে অনেক সুন্দর হয়েছে।ম্যান্ডেলা আর্টের প্রত্যেকটা ধাপ শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার কাছে আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করছি। যাই হোক আপনি আপনার মেয়ের নামের প্রথম অক্ষর R এর সাথে মিল রেখে সুন্দর একটি ম্যান্ডেলা র্আট মাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া ম্যান্ডেলা আর্টের ধাপগুলো ছিল অনেক সুন্দর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আরে বাহ্ আপনি তো এখন অনেক সুন্দর সুন্দর আর্ট করতে পারেন দেখছি। এরকম আর্ট গুলো করার জন্য আপনি প্রতিনিয়তই চেষ্টা করেন, যার কারণে এখন এত সুন্দর আর্ট করতে পারছেন। আপনার আজকের করা এই আর্ট অসম্ভব সুন্দর হয়েছে। কালারটা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যে, দেখে তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। পুরো আর্ট টা একেবারে মনোমুগ্ধকর হয়েছে।