মমতা ব্যানার্জির সঙ্গে যার শিতলকুচি নিয়ে কথা বলার অডিও
মমতা ব্যানার্জির সঙ্গে যার শিতলকুচি নিয়ে কথা বলার অডিও রেকর্ডিং বিজেপি সামনে এনেছে, সেটি কি আসল? আসল হলে, কারোর ফোন ট্যাপ করার জন্য ম্যাজিস্ট্রেটের বা আদালতের ওয়ারেন্ট নিয়েই শুধু পুলিশ বা আইনি প্রশাসনই করতে পারে। সেই ওয়ারেন্ট কোথায়? পার্টি হিসেবে বিজেপির সেই অধিকার নেই। আর যদি সেই ব্যক্তি তার সাথে কথা হচ্ছিল, সে রেকর্ডিং ছড়িয়ে থাকে, তাইলে তাকে ব্যাকস্ট্যাবার বলে জানতে হবে। আর ওয়ারেন্ট না দেখাতে পারলে পুরো কেসটাই আদালতে ' ফ্রুটস অফ দ্য পয়জনাস ট্রি ' নীতিতে বাতিল করে দিতে হবে বেআইনি ভাবে প্রমাণ সংগ্রহ করার জন্য। ডিস্মিস্ড। 🤔