প্রেমিকা অন্যের সঙ্গে সঙ্গমরত দেখেও ঈর্ষান্বিত নন প্রেমিক

in #love7 years ago

একজনের প্রেমিকা অন্য পুরুষের সাথে কথা বলাই যেখানে মহাবিপদ সেখানে সঙ্গমরত দেখে ঈর্ষান্বিত নন প্রেমিক? স্বাভাবিকভাবে এমন দৃশ্য যে কেউই মেনে নিতে পারবে না। কিন্তু এর ব্যতিক্রম যুক্তরাষ্ট্রের মাইক অ্যাডকিন্স। ৩২ বছর বয়সী এই যুবক ৩০ বছর বয়সী আলি হ্যাজকে অন্যের সাথে সঙ্গমরত দেখে একটুও রেগে যাননি, বরঞ্চ তার প্রতি আরও সম্মান বাড়ে তার।

আসল কথা হল, আলি হ্যাজ মার্কিন অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির খ্যাতিমান পর্ন তারকা। প্রায় চার বছর ধরে আলির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে আছে ৩২ বছর বয়সী যুবক মাইক অ্যাডকিন্স। প্রেমিক মাইকের সঙ্গে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে তারা একসঙ্গে বসবাস করছেন বলে জানান ৩০ বছর বয়সী এই পর্ন তারকা। আলি হ্যাজের পেশা নিয়ে প্রেমিক মাইকের একটি সাক্ষাৎকার নেওয়া হলে তিনি বলেন ‘ আমি জানি আমার গার্লফ্রেন্ড একজন জনপ্রিয় পর্ন তারকা। তবে পেশাগত কারণে অন্য পুরুষের সঙ্গে ওর (আলি হ্যাজ) সঙ্গম দেখে আমি মোটেও ঈর্ষান্বিত হই না ।’

‘কারণ পুরো ব্যাপারটিকেই আমি অন্য সব পেশার মতোই দেখি। তাই এই বিষয়টি আমাদের ভালোবাসায় একদমই দাগ কাটতে পারেনা।’ মাইক আরো বলেন, ‘আমার চাওয়া ও শুধু দিন শেষে আমার পাশেই এসে বসবে। আর এই চাওয়াটা সব সময়ই ও পুরণ করে এসেছে।’

গত আট বছর যাবত বেশ সফলতার সঙ্গে মার্কিন পর্ন ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন আলি হ্যাজ। এই অল্প সময়ের মধ্যে তিনি তিনশত পঞ্চাশটিরও বেশি পর্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। ইতোমধ্যে মাইক তার মাকে তাদের সম্পর্কের কথা জানিয়ে দিয়েছেন। তবে মায়ের কাছে প্রেমিকা আলি হ্যাজের পেশার কথা বলতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিলো তাকে। যাই হোক শেষমেশ মাইক তার মাকে বলেই ফেললেন কথাটা। মা-ছেলের মোবাইল মেসেজের (মুঠোফোন বার্তা) কথোপকথনের ধরনটা ছিলো অনেকটা এরকম-

মাইক – ‘মা, আমি একটি মেয়ের সঙ্গে প্রেম করছি। আমি এ বিষয়ে তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই।’

মাইকের মা -‘নির্ভয়ে বলতে পারো।’

মাইক – ‘যে মেয়েটির সঙ্গে প্রেম করছি ও একজন পর্ন স্টার।’

মাইকের মা- ‘ যাক বাবা সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করেছেন। আমিতো ভেবে ছিলাম তুমি বলবে, তোমার প্রেমিকা এখন প্রেগন্যান্ট।’