টিকটিকি
টিকটিকি প্রায় প্রত্যেক বাড়িতে কমবেশি দেখা যায়। টিকটিকি অনেক খারাপ একটি প্রাণী। একটি টিকটিকি এক ডাং এ মারতে পারলে ২০ টি সওয়াব পাওয়া যায়। আমাদের শহর অঞ্চলে এবং গ্রামাঞ্চলে প্রায় প্রত্যেক জায়গায় টিকটিকি দেখতে পাওয়া যায়। টিকটিকি খুব দ্রুত বংশবিস্তার করে। জায়গা ভেদে টিকটিকি শরীরের রং একেক জায়গায় একেক রকম হয়ে থাকে। এসব টিকটিকি বাসা বাড়িতে থাকে সেগুলো সাদা কালারের হয়ে থাকে। গাছের ঘড়ি কিংবা মাটি জাতীয় স্থানে যেসব টিকটিকি থেকে থাকে সেগুলো রঙ ধূসর কালারের হয়ে থাকে। টিকটিকি সাপের প্রিয় খাদ্য। ছোট আকৃতি সাপ আছে যারা টিকটিকি খেয়ে থাকে। আমি ডিসকভারি চ্যানেলের টিকটিকি খাওয়া দেখেছিলাম। টিকটিকি আসলে খাওয়া যায় কিনা আমি জানিনা। টিকটিকি যেখানে সেখানে পায়খানা করে দেয় এটি অনেক বিরক্তিকর। টিকটিকি বিষাক্ত পোকামাকড় খেয়ে থাকে। টিকটিকি পায়খানা অনেক বিষাক্ত হয়ে থাকে। শীতকালে টিকটিকি কে বেশি দেখতে পাওয়া যায়। শীত কালে পোকামাকড় ঘরে ঢুকে আর এই পোকামাকড় ধরে ধরে খায়। টিকটিকির রক্ত সাদা হয়ে থাকে। টিকটিকি প্রজাপতি তেলাপোকা প্রকার ইত্যাদি খায়।