Life story -- 18th February 2025
মিষ্টি এবং নিস্তেজ. রমির কৌতুক দেখে সে হাসি থামিয়ে দিল। সে খুবই দুঃখিত ছিল। তার মনে হলো যেন সে একা হয়ে যাচ্ছে। লেমি মৃদু হাসল।
——"বোকা ছেলে, আমি অন্য স্কুলে বদলি হব না। তারপর দেখা হবে।"
এদিকে মিতু হাসছে। ল্যামি তার পিঠ চাপড়ে দিয়ে বলল:
"কেন ভাগ করো না? আর কতকাল তোমার আশ্রয়ে উদার হতে থাকবে? তাহলে আমার জমিদারি উঠবে।"
রোমি হেসে ফেলল। সে মিসুকে কোলে তুলে নিল।
চতুর্থ তলায় ডোরবেল বাজল আয়েশা সুলতানা। টুলির মা এসে দরজা খুললে আয়েশা সুলতানা তাকে বিদায় জানান।
"আমি আছি, ভেবে দেখো, টুলি আর অরু কোথায়?"