পাতাবাহার
পাতা বাহারের গাছ দেখতে যেমন সুন্দর সেটা আবার ঘরে শাজিয়ে রাখলে আরো সুন্দর লাগে। পাতা বাহারের গাছ সব জায়গায় লাগানো যায় আবার সব ধরণের আবহাওয়ার সাথে খাপ খেয়ে থাকতে পারে। এই পাতা বাহারের গাছ লাগানো খুবই সহজ যে কোনো পাতা বাহারের গাছ বর্ষা কালে পাতা বাহারের গাছের ডাল ভেঙ্গে গড়লেই দেখবেন কয়েক দিনের মধ্যে চরতে পরিণীত হবে তখন সেটাকে ভালোকরে চারা তুলে নিয়ে টবে অথবা মাটিতে রোপন করলে সেটা গাছে পটিনীত হবে। এই পাতা বাহারের গাছে শহরের মানুষরা ড্রইং রুমে অথবা বেলকোনিতে রাখে ঘরের সুন্দর্য্য বৃদ্ধি করার জন্য। এখন এই পাতা বাহার গ্রামের মানুষেরা ও ঘরে বা বাগানে এই পাতা বাহার লাগায়। গ্রামের মানুষরা এই পাতা বাহারের গাছ বাড়ির চার পার্শে লাগিয়ে বাড়ির সুন্দর্য্য বৃদ্ধি করে।