চক্র

in #life4 months ago (edited)

ফুরিয়ে যাচ্ছি
একদিন অস্তিত্ব মিশে যাবে সময় চক্রে! খানিক সময় কাঁদবে কেহ
অতঃপর ভুলে যাবে সবাই
পৃথিবী আবার আগের মতই ঘুরতে থাকবে।

old-man-6942305_960_720.jpg

source

শতবছর পর হয়ত কেহ ডাকনাম ধরে ডাকবে! প্রয়জনে, তুলনায়
অথবা কোন সামাজিক আড্ডায়।
এমনি করেই হটাৎ নিভে যায় সমস্ত আয়োজন,
শুধু পড়ে থাকে সাড়ে আট আনা জীবনের একখানা নিস্প্রভ ইতিহাস।