The truthfulness is great
সত্যবাদীতা মহৎ গুন
source
সত্যতা,সার্ব্যিক ন্যায়পরায়ণতা ও আন্তরিকতা অনুশীলন করুন
অনেক সময় সত্যের ঔজল্য আলো দেয় না ,অশুভশক্তিকে অন্ধ করে দেয় ।সততার অর্থ প্রকৃত ও আসলের সঙ্গে নকলও ভেজালের সংঘাত।বিশ্বাসযোগ্য হিসাবে খ্যাতি অর্জন করুন। সার্বিক সততা পরিবারে, কর্মক্ষেত্রে, সামাজিক জীবনে সম্পর্ক তৈরি করতে সাহায্য করে ।অঙ্গীকারে বিচ্যুত হলেই তাকেই বলে অসৎ ব্যবহার ।
সততা খোলা মন ,নির্ভর যোগ্যতা ও মুক্ত চিত্তকে সমৃদ্ধ করে ।নিজের প্রতি ও অপরের প্রতি শ্রদ্ধার মনোভব সৃষ্টি করে ।সততা বাহ্যিক প্রদর্শনের বস্তু নয়,সততা নিজের চরিত্রের গুন। মিথ্যা হয়ত দ্রুত প্রসারিত হয় ,কিন্তু সত্য চিরস্থায়ী ,সার্বিক সততা কোম্পানির প্রচার পত্রে দেখা যায় না,এটি দেখা যায় মানুষের চরিত্রে ।
সহজ রাস্তায় জয়ের লক্ষ্যে পৌছানোর জন্য নিজের সার্বিক সততাকে ক্ষুন্ন করা উচিৎ নয়।সত্যকে বিসর্জন দিয়ে জয়লাভ সুখের হয় না ।জয়লাভ করার থেকে সৎ মানুষ হওয়া অনেক গুরুত্বপূর্ণ ।