ভালোবাসার ছোয়া পার্ট -১

in #life6 years ago

জীবনটা খুব বড় না,,ছোট একটা জীবন।
সেই ছোট জীবনে যদি অপ্রাপ্তির
পরিমাণ হয়ে যায় বেশি, তখন সে
জীবনটা ভার লাগতে থাকে, তাই যা
করতে হবে তা হল: সবার আগে নিজেকে
ভালবাসতে হবে। নিজেকে ভাল না
বাসলে অন্য কারও ভালবাসা আপনার
কাছে পর্যাপ্ত মনে হবে না।।
পৃথিবীর কারো কাছে কোনও
এক্সপেকটেশন রাখা ঠিক না। তবুও
আমরা যাদের ভালবাসি তাদের উপর
এক্সপেকটেশন রাখি। যখন সে
এক্সপেকটেশনের মূল্য তারা দিতে
পারে না, তখন আমরা কষ্ট পাই, অনেক
বেশি কষ্ট পাই,,সেই কষ্ট কখনো কখনো
আমাদের জীবনের থেকেও অনেক বড়
হয়ে যায়।।
যার ফলে ক্ষতি করে ফেলি নিজেদের।
তাই কাউকে ভালবাসার আগে ভাবা
উচিৎ, কাকে মন দিচ্ছেন?
সে পারবে তো আপনার মনের দাম
দিতে??
দু'দিন ভাল থাকার জন্য এমন কারো
সাথে জড়াবেন না যার কাছে আপনি
একটি পুতুল মাত্র,,আপনার জন্য যার
সময়,শ্রদ্ধা কিংবা বিবেক কা করে
না; তার কাছে নিজেকে তুলে দিবেন
ন। এতে ক্ষতি আপনার ছাড়া তার কিছুই
হবে না!
তাই যাই করবেন বুঝে-শুনে করুন,

Sort:  

মানুষের মনে এখন আর ভালোবাসা নাই।

অাছে ভাই।