স্লীপার
বাচ্চা রা মেলাতে বা পার্কে গেলে অনেক ধরণের বায়না করে তার মধ্যে বিশেষ করে ছিলিপারে ওঠা।এই ছিলিপার আবার কয়েক ধরণের হয় যেমন প্লেনশট লোহা দিয়ে তৈরী একধরণের ছিলিপার আবার একটা হয়ে থাকে প্লেস্টিকের তৈরী আবার একটা আছে মোটা বেলুনের তৈরী সেটাকে আবার বাতাস দিয়ে ফুলাতে হয় পুরাটা যখন ফুলানো হয়ে যায় তখন সেটা ছিলিপার হয়েযায় আবার যখন এটার বাতাস ছেরে দেওয়া হয় তাহলে একবারে ছোটো হয়ে যায় এই ছিলিপার আবার এক জায়গায় থেকে অন্য জায়গায় আস্থাননন্তর করা যায়। আবার এই মোটা বেলুনের ছিলিপারে চড়ে বাচ্চারা অনেক আরাম পায় আবার এই ছিলিপার থেকে বাচ্চারা পরে গেলেও কোনো প্রকার ক্ষতির ভয় থাকেনা। আর এরকম ছিলিপারে বাচ্চাদেরকে উঠতে দিতে বাবা মার কোনো ভয় থাকেনা। আর এই বেলুনের ছিলিপার বেশির ভাগ দেখা যায় বিভিন্ন ধরণের মেলাতে।