মা পৃথিবীর সব থেকে আপন

in #life7 years ago

মা পৃথিবীর সব থেকে প্রিয় একটি শব্দ, প্রিয় একটি নাম , প্রিয় একটি সম্পর্ক । মানুষ ভুল করতেই পারে । কখনও সেই ভুলতা হয়ী যায় ক্ষমার অযোগ্য । ফলে সবাআইও তার থেকে মুখ ফিরিয়ে নেয় ।কিন্তু একজন কখনোই তার সন্তানকে ফেলে যান না । সব সময় সন্তান কে আগলে রাখার চেষ্টা করেন। তিনি হলেন মা । জিনি কখনও সন্তান কে ভুলে যান না ।

অনেক সময় দেখা যায় সন্তান মা কে অনেক কষ্ট দিয়েছে । তাকে দূরে থেলে দিয়েছে । তাকে শত্রু ভেবে নির্দয় আচরণ করেছে ।কিন্তু মা আঘাত প্রাপ্ত হয়েও সন্তানের জন্য মঙ্গল কামনা করে চলেছে । চোখের পানি ছেড়ে খোদার কাছে তার সন্তানের একটি সুন্দর জীবন চেয়েছে । এটাই মা , মায়ের সম্পর্ক । মা কে কখনও কষ্ট দেওয়া চরম মূর্খতা । সর্বদা তাদের পাশে থাকা একজন সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব ও কর্তব্য । মা কে ভালো বাসুন , তার কথার মূল্যায়ন করুন , সর্বদা তার সাথে ভালো আচরণ করুন , দেখবেন তার দুয়া আপনাকে অনুপ্রেরনা যোগাবে ।

Sort:  

ma hollo sob theke Apon