মহারোদ্দুরের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী পর্ব-২৭

in #life7 years ago

শিক্ষকতা,সাংবাদিকতা,সাহিত্যচর্চা,সংসারযাপনের পরও মাদ্রাজ জীবনে মধুসূদনের পাঠচর্চার যে বিবরণ আমরা পাই তা রীতিমতো বিস্ময়কর।১৮৪৯ খ্রিস্টাব্দের ১৮ আগস্ট একটা চিঠিতে বন্ধু গৌরদাস বসাককে তিনি জানিয়েছেন "হয়তো তুমি জানো না যে,প্রত্যহ আমি কয়েক ঘন্টা তামিল চর্চায় কাটাই।একজন স্কুলছাত্রের চেয়ে আমার জীবন অনেক ব্যস্ততায় কাটে"