বৈষম্যতা।
বর্তমানের সমাজে আমরা অনেক বৈষম্যতা লক্ষ্য করি। যার কারণে আমাদের সমাজের মানুষজন একত্রে সুখে শান্তিতে থাকতে পারছে না। যাতে করে সমাজের সুখ শান্তি নষ্ট হচ্ছে। এই বৈষম্য গুলো হতে পারে ধনী ,গরিব অথবা কালো ফর্সা এইসব কিছু নিয়ে। যদিও কালো এবং ফর্সার যেটা বৈষম্য ছিল সেটা দিন দিন কমে যাচ্ছে। তবে এই বৈষম্যতা উনিশ এর দশকে খুবই তীব্র মাত্রায় ছিল। যাই হোক , সমাজে যেই বৈষম্যটা বেশি লক্ষণীয় সেটা হচ্ছে ধনী এবং গরিবের বৈষম্য। যার কারণে সমাজ মূলত দুই টা ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা হচ্ছে ধনীদের সমাজ আরেকটা গরিবদের সমাজ। আবার এই দুই ভাগ হয়ে যাওয়া সমাজের মধ্যেও অনেক গুলো ভাগ আছে।
সমাজের মূলত দুইটা ভাগই হয়ে থাকে কিন্তু আমরা সম্মান বাঁচানোর খাতিরে মধ্যবৃত্ত নামে আরেকটা ভাগ তৈরী করি । কিন্তু আমি যতদূর বুঝতে পেরেছি "অর্থনীতি" বিষয় থেকে , যে সমাজে মূলত ধনী এবং গরিব এই দুইটা স্তরই শুধু বিরাজমান। এই বিষয়টাতে আমি একদম নিশ্চিত নই যদিও। আপনাদের মধ্যে কেউ যদি এই বিষয়টা সঠিক জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক , ফিরে আশা যাক বৈষম্যতার দিকে । যেমনটা বলছিলাম সমাজে ধনী এবং গরিবের মধ্যে একটা বিশাল বড় তফাৎ কাজ করে।
দেখা যায় যে ধনীরা গরিবদের তুচ্ছ মনে করছে। তাদেরকে মানুষই মনে করছে না। দেখুন , ধনী এবং গরিব এর মধ্যে সামাজিক এবং ব্যক্তিগত জীবনেরও বিশাল বড় তফাৎ হয়েছে। তবে আমি কিন্তু এইসব নিয়ে মোটেও কিছু বলছি না , কেননা এটা স্বাভাবিক।তারা ধনী তাই তারা অবশ্যই নিজের আরাম আয়েশের প্রতি যত্নশীল হবে। কিন্তু সমস্যাটা তখনি তৈরী হয় যখন ধনীরা গরিবদের একপ্রকার পশু মনে করে , তারা গরিবদের মানুষ বলেই মনে করে না। যার কারণে ধনী এবং গরিব এর মধ্যে মিলবন্ধন ঘটে না। তবে সব ধনী কিন্তু একনয়। অনেক ধনীরাই আছে যারা কিনা ধনী হওয়ার পাশাপাশি বিশাল বড় মন এর অধিকারীও হয়েছেন।
তারা বৈষম্যতাকে ভুলে সকলের সাথে মিলে মিশে থাকতে পছন্দ করে। একে অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়াকেই উনারা সব থেকে বেশি প্রাধান্য দেন। তাই আমরাও চেষ্টা করবো আমাদের থেকেও যারা অসচ্ছল তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে। তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে। যাই হোক , আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে পোস্টটি ভালো লেগেছে। এতক্ষন অব্দি ধৈর্য সহকারে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

প্রকৃত ধনী যারা তারা কখনো গরীব মানুষকে ছোট করে দেখে না আপু। তাদের অর্থবিত্ত যেমন থাকে তেমনি মনটাও অনেক বড় থাকে। এরকম অনেক উদাহরণ রয়েছে। তবে আমাদের সমাজে কিছু ধনী ব্যক্তি রয়েছে যারা গরীবদের আসলেই খুবই অবহেলা করে। আসলে টাকার কারণে অহংকার চলে আসে তাদের মধ্যে। এই জন্য আর কি তারা নিজেদের টাকার ক্ষমতায় অন্যের সাথে খারাপ ব্যবহার করে। বেশ গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আজ আলোচনা করেছেন আপু।
বর্তমানে প্রতিটি সমাজে ধনী এবং গরীবের বৈষম্য দেখা যায়। ধনীরা গরীবদেরকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু এটা মোটেই উচিত নয়। কারণ দিনশেষে সবাই মানুষ। তাছাড়া আল্লাহ তায়ালা ধন সম্পদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। কিন্তু ধনীরা যদি অহংকার করে সেই ধনসম্পদ নিয়ে, তাহলে আল্লাহ তায়ালা তাদের উপর অসন্তুষ্ট হয়ে যান। সুতরাং আমাদের সবার উচিত আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করার জন্য হলেও, গরীবদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।