প্রকৃত ধনী যারা তারা কখনো গরীব মানুষকে ছোট করে দেখে না আপু। তাদের অর্থবিত্ত যেমন থাকে তেমনি মনটাও অনেক বড় থাকে। এরকম অনেক উদাহরণ রয়েছে। তবে আমাদের সমাজে কিছু ধনী ব্যক্তি রয়েছে যারা গরীবদের আসলেই খুবই অবহেলা করে। আসলে টাকার কারণে অহংকার চলে আসে তাদের মধ্যে। এই জন্য আর কি তারা নিজেদের টাকার ক্ষমতায় অন্যের সাথে খারাপ ব্যবহার করে। বেশ গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আজ আলোচনা করেছেন আপু।