সুইস আর্মি "ম্যাকগাইভার" নাইফ
মাকগাইভার নাইফ বলে সবাই এটাকে চিনে।একের ভেতরে অনেক এই মাল্টি টুল জিনিসটা বিভিন্ন কাজের কাজী।হাতের কাছেথাকলে চটজলদি বিভিন্ন কাজে লেগে যায়।এতে আছে ছুড়ি, কাচি, প্লায়ার্স, করাত, ফাইল, স্ক্রু-ড্রাইভার, কোকের বোতল ওপেনার সহ ছোটবড় বিভিন্ন টুলসের সমাহার।নিজের বাসা বাড়িতে এই জিনিসটার ব্যবহার হয়ত একটু কমই হবে, কারণ হাতের কাছেই অনেক কিছুই পাওয়া যায়, অনেকের বাসাতেই বড়সড় টুল-বক্স রয়েছে। কিন্তু বাইরে কোথাও গেলে একের ভিতরে অনেক এই জিনিসটির তুলনা নেই।পকেটে ধরে যায় আকারে ছোট এই জিনিসটা দিয়ে করা সম্ভব অনেক কিছুই।
At its heart, a Swiss Army knife is a pocket knife designed to aid in your survival in the wilderness. The knives themselves are sharp and strong, and the simplest among them come with scissors and files
yes bro
এটাত সুজালেন্ডে তৈরী তাইনা
yes brother
yeh bro, so beautiful and necessary tool of everyday life.