Tasty little fruits
আমার স্টিমিট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন।আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনার দোয়ায় অনেক ভালো আছি।আজকে আমি আমার প্রিয় ব্লগ আজকের ঘোরাঘুরি কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আজ আমি একটু ঘুরতে আসলাম আমাদের ধান ক্ষেত এ। ধান ক্ষেত এর পাশে বড়াই গাছ। এটা হলো বড়াই ফলের ফুল। এই সাধারণত ছোট হয় তোমরা সকলেই জানো বড়াই ফলের স্বাধ টক মিষ্টি হয়ে থাকে। আমার ফটোগ্রাফি কেমন লাগলো তা কমেন্ট করে যানাও বন্ধুগণ।
আশা করি সকলের ভালো লাগবে