প্রযুক্তিগতভাবে একটা সোজা কথা বলতে পারি, যতক্ষণ না রাস্তার 'স্ট্রিট ভেন্ডর'
প্রযুক্তিগতভাবে একটা সোজা কথা বলতে পারি, যতক্ষণ না রাস্তার 'স্ট্রিট ভেন্ডর' যারা বেআইনিভাবে ইলেকট্রিক পোল বা তার থেকে হুকিং করে লাইন টানে তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হচ্ছে, ততদিন এরম দুর্ঘটনা আটকানো যাবে না। বিদ্যুৎ সংস্থা ও দপ্তরের আধিকারিক ঘুষ নিয়ে এরম কাজ করে থাকতে পারেন, তাদের বিরুদ্ধেও ক্রিমিনাল আইনে ব্যবস্থা নিতে হবে। দপ্তর, পৌরসভা বা সংস্হার দূর্নীতিদমনের অবজারভার না থাকলে কি ককরে বোঝা যাবে কোথায় এমন বিপদজনকভাবে লাইন টানা হচ্ছে? কোথায় মেইনটিনেন্স ক্রু দের সাপ্তাহিক অডিট সারা শহরে?
https://timesofindia.indiatimes.com/city/kolkata/torrential-rain-floods-city-youth-electrocuted-near-raj-bhavan/articleshow/82559247.cms