সুলতান সুলেমানের প্রিয় "কাবাব'ই' সুলতান"

in আমার বাংলা ব্লগ2 months ago

"হ্যালো বন্ধুরা"

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।

আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ নতুন একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে।

সুলতান সুলেমান উসমানীয় সাম্রাজ্যের সুলতান।সুলতান সুলেমান ছিলেন মেধাবী এবং ব্যক্তিত্বসম্পন্ন শাসক। একইসঙ্গে ধার্মিকও ছিলেন। সুন্নি ছিলেন তিনি। হালাল হারাম মেনে চলতেন। খুব ভালো কবিতাও লিখতেন। ইসলাম নিয়ে অনেক কবিতা লিখেছেন। লিখেছেন প্রেমের কবিতাও। প্রতিশ্রুতি ভঙ্গ করতেন না কখনো। অপরাধীকে ক্ষমা করতেন না। জনগণের কাছ থেকে বিশ্বস্ততা ও আনুগত্য পাওয়ার ব্যাপারে খুব সচেতন ছিলেন। ছদ্মবেশে নিজেই ঘুরে বেড়াতেন সাম্রাজ্যের মানুষের সমস্যাগুলো দেখার জন্য।তাঁর পছন্দের খাবারের মধ্যে কাবাব'ই' সুলতান,সুলেমান একটি অন্যতম প্রিয় খাবার ছিলো।

আজ আমি সুলতান সুলেমানের পছন্দের কাবাব টি তৈরি করার চেষ্টা করেছিলাম,দেখতে খুব একটা ভালো না হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিলো।এই কাবাব তৈরি করতে খুব একটা প্যারা নেই আর খুবই অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায়।চলুন তাহলে রেসিপি টি জেনে নেওয়া যাক।

IMG_20250214_193952.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbr3NLMLZnhrdRqPwLyGfo67pSFwzw2EEaCftUfSziyJ2xFDia62QkbkJFNz7...xX4hK8ieFFZh8sFdRCNoFpBkuAvG3N8eHd8PXq7t9a7mTbUzUC5gL813RXd81WPUvj47XJZygHxLYQ8C8LKFh8Gug6o3jLjoMerfxUdATkNUBsBUGED6uL86xv.png

উপকরণ

হাড়ছাড়া মুরগির মাংস
পাউরুটি
পেঁয়াজ
রসুন
আদা
কাঁচামরিচ
গাজর
ধনেপাতা
জিরাগুঁড়া
মরিচের গুঁড়া
গোলমরিচের গুঁড়া
লবণ
টমেটো সস
তেল

InCollage_20250214_195927145.jpg

মুরগির মাংস গুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি।তারপর গাজর,পেঁয়াজ আদা,রসুন কাঁচামরিচ ধনেপাতা গুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি।
InCollage_20250214_200014082.jpg

এবার ভিজিয়র রাখা পাউরুটিগুলো হাত দিয়ে চিপে জল ঝরিয়ে নিয়ে মাংসের মিশ্রণটির মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি।
InCollage_20250214_200408881.jpg

এবার গুঁড়া মসলা টমেটো সস সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়েছি।
InCollage_20250214_200048585.jpg

এবার কাবাবের মিশ্রণটি একটি পলিব্যাগ এর মধ্যে ভরে নিয়ে এক্সাইডে ছিদ্র করে একটি ব্যাম্বস্টিক দিয়ে এক হাত দিয়ে চাপ দিয়ে পুরো ব্যাম্বো স্টিকের মধ্যে কাবাব ভরিয়ে নিয়েছি।এভাবেই সবগুলো তৈরি করে নিয়েছি।
InCollage_20250214_200118817.jpg

এবার একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়ে তার মধ্যে কাবাবের স্টিক গুলো দিয়ে সিদ্ধ করে তুলে নিয়েছি।
InCollage_20250214_200146044.jpg

এবার একটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে হালকা গরম হয়ে আসলে,তার মধ্যে কাবাব দিয়ে হালকা আঁচে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে তুলে নিয়েছি।আরে এভাবেই তৈরি হয়ে গেল মজাদার কাবাব'ই'সুলতান রেসিপিটি।
InCollage_20250214_200246879.jpg

পরিবেশন

IMG_20250214_193952.jpg

এই ছিলো আমার আজকের রেসিপি,আশাকরি আপনাদের ভালো লেগেছে!সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজ এখানেই শেষ করছি।

IMG_20230307_020842.png

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY6ryCgnizd4SmozHPACxnHF8Lc4cYHYazhMMYtnXHUFLoeHg6pvGz8XiqU4kJ9G4Wwh7s6WvRRrwCpUijw4cW.jpeg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs (1).gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1LsUc8S2zjHiaW6UcX2M5SAfbrPcxiCjQzCc6aZJSjUDgt85bSStrwGCUjZMWCDKxNata4NQ2cZTKGxsY.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 
 2 months ago 

ইতিহাসে সুলতান সুলেমান সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারি।আপনার পোস্ট পড়তে গিয়ে মনে হচ্ছিল ইতিহাস বই পড়ছি।সুলেমানের পছন্দের খাবার সম্পর্কে চমৎকার সুন্দর লিখেছেন এবংসুলতান সুলেমানের পছন্দের রেসিপি সুলতান সুলেমানি কাবাব রেসিপি টি বানিয়েছেন এবং কাবাব রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। অসাধারণ সুন্দর ও লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 months ago 

আসলে ইতিহাস লক্ষ্য করলে অনেক কিছু জানার আছে।সুলতান সুলেমান কি পরিমাণ একজন ভালো মানুষ এবং শাসক ছিলেন তা ওনার জীবন কাহিনি না জানলে বোঝা যাবে না।আমি ওনার পুরো ইতিহাস সম্পর্কে না জানলেও অনেক কিছু জেনেছি সুলতান সুলেমান নাটক টি দেখে খুবই চমৎকার একটি সিরিয়াল ছিলো।তোমাকেও ধন্যবাদ জানাই প্রশংসনীয় একটি মন্তব্য করার জন্য।

 2 months ago 

উসমানীয় সাম্রাজ্যের সুলতান সুলেমান যিনি অনেক বড় একজন শাসক ছিলেন। তাদের সম্পর্কে অনেক কিছুই জানেন দেখছি। তার পছন্দের কাবাবী তৈরি করেছেন যেটা আমার আগে জানা ছিল না। অনেক ভালো লাগলো আমাদের সাথে এত সুন্দর রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

সুলতান সুলেমান সিরিয়াল টি আমার খুবই পছন্দে ছিলো এই নিয়ে তিন বার রিপিট করেছি।আর সবচেয়ে মজার বিষয় কি জানেন এই সিরিয়াল টি আমি একদিনে ৯০ পর্ব দেখেছিলাম ইউটিউবে😅 তাই মোটামুটি মুখস্থ বলা চলে।ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

বাহ, অসাধারণ সুলতান সুলেমান এর পছন্দের কাবাব তৈরি করার চেষ্টা সত্যিই দারুণ।সহজ উপকরণ দিয়ে সুস্বাদু খাবার তৈরি করার আইডিয়া সত্যিই প্রশংসনীয়।আপনার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

ইতিহাস সম্পর্কে তো ভালোই জানেন দেখছি। তার পছন্দ-অপছন্দের সবকিছুই পোষ্টের উপরে তুলে ধরেছেন। যাই হোক সুলতান সুলেমান এর প্রিয় কাবাব রেসিপি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন অনেক লোভনীয় লাগছে দিদি। ভিন্ন ধরনের এই রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

সুলতান সুলেমান সিরিয়াল অনেক বার দেখেছি খুবই পছন্দের একটি ধারাবাহিক সিরিয়াল ছিলো এখনও ইউটিউবে দেখি।😅তোমাকেও অসংখ্য ধন্যবাদ জানাই ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি অনেক ইউনিক এবং লোভনীয় লাগছে।যদিও এই রেসিপি আগে তৈরি করে খাওয়া হয়নি তবে রেসিপিটি আমি বাসায় একদিন ট্রাই করবো। ধন্যবাদ আপু লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু। দেখেই তো খেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে খেতেও দারুন হয়েছিল। এই ধরনের খাবার গুলো সবারই অনেক প্রিয়। অসাধারণ একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।