সুলতান সুলেমানের প্রিয় "কাবাব'ই' সুলতান"
"হ্যালো বন্ধুরা"
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ নতুন একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
সুলতান সুলেমান উসমানীয় সাম্রাজ্যের সুলতান।সুলতান সুলেমান ছিলেন মেধাবী এবং ব্যক্তিত্বসম্পন্ন শাসক। একইসঙ্গে ধার্মিকও ছিলেন। সুন্নি ছিলেন তিনি। হালাল হারাম মেনে চলতেন। খুব ভালো কবিতাও লিখতেন। ইসলাম নিয়ে অনেক কবিতা লিখেছেন। লিখেছেন প্রেমের কবিতাও। প্রতিশ্রুতি ভঙ্গ করতেন না কখনো। অপরাধীকে ক্ষমা করতেন না। জনগণের কাছ থেকে বিশ্বস্ততা ও আনুগত্য পাওয়ার ব্যাপারে খুব সচেতন ছিলেন। ছদ্মবেশে নিজেই ঘুরে বেড়াতেন সাম্রাজ্যের মানুষের সমস্যাগুলো দেখার জন্য।তাঁর পছন্দের খাবারের মধ্যে কাবাব'ই' সুলতান,সুলেমান একটি অন্যতম প্রিয় খাবার ছিলো।
আজ আমি সুলতান সুলেমানের পছন্দের কাবাব টি তৈরি করার চেষ্টা করেছিলাম,দেখতে খুব একটা ভালো না হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিলো।এই কাবাব তৈরি করতে খুব একটা প্যারা নেই আর খুবই অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায়।চলুন তাহলে রেসিপি টি জেনে নেওয়া যাক।
উপকরণ
হাড়ছাড়া মুরগির মাংস
পাউরুটি
পেঁয়াজ
রসুন
আদা
কাঁচামরিচ
গাজর
ধনেপাতা
জিরাগুঁড়া
মরিচের গুঁড়া
গোলমরিচের গুঁড়া
লবণ
টমেটো সস
তেল
মুরগির মাংস গুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি।তারপর গাজর,পেঁয়াজ আদা,রসুন কাঁচামরিচ ধনেপাতা গুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি।
এবার ভিজিয়র রাখা পাউরুটিগুলো হাত দিয়ে চিপে জল ঝরিয়ে নিয়ে মাংসের মিশ্রণটির মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি।
এবার গুঁড়া মসলা টমেটো সস সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়েছি।
এবার কাবাবের মিশ্রণটি একটি পলিব্যাগ এর মধ্যে ভরে নিয়ে এক্সাইডে ছিদ্র করে একটি ব্যাম্বস্টিক দিয়ে এক হাত দিয়ে চাপ দিয়ে পুরো ব্যাম্বো স্টিকের মধ্যে কাবাব ভরিয়ে নিয়েছি।এভাবেই সবগুলো তৈরি করে নিয়েছি।
এবার একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়ে তার মধ্যে কাবাবের স্টিক গুলো দিয়ে সিদ্ধ করে তুলে নিয়েছি।
এবার একটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে হালকা গরম হয়ে আসলে,তার মধ্যে কাবাব দিয়ে হালকা আঁচে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে তুলে নিয়েছি।আরে এভাবেই তৈরি হয়ে গেল মজাদার কাবাব'ই'সুলতান রেসিপিটি।
পরিবেশন
এই ছিলো আমার আজকের রেসিপি,আশাকরি আপনাদের ভালো লেগেছে!সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজ এখানেই শেষ করছি।
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রোমোশন লিংক
ইতিহাসে সুলতান সুলেমান সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারি।আপনার পোস্ট পড়তে গিয়ে মনে হচ্ছিল ইতিহাস বই পড়ছি।সুলেমানের পছন্দের খাবার সম্পর্কে চমৎকার সুন্দর লিখেছেন এবংসুলতান সুলেমানের পছন্দের রেসিপি সুলতান সুলেমানি কাবাব রেসিপি টি বানিয়েছেন এবং কাবাব রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। অসাধারণ সুন্দর ও লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
আসলে ইতিহাস লক্ষ্য করলে অনেক কিছু জানার আছে।সুলতান সুলেমান কি পরিমাণ একজন ভালো মানুষ এবং শাসক ছিলেন তা ওনার জীবন কাহিনি না জানলে বোঝা যাবে না।আমি ওনার পুরো ইতিহাস সম্পর্কে না জানলেও অনেক কিছু জেনেছি সুলতান সুলেমান নাটক টি দেখে খুবই চমৎকার একটি সিরিয়াল ছিলো।তোমাকেও ধন্যবাদ জানাই প্রশংসনীয় একটি মন্তব্য করার জন্য।
উসমানীয় সাম্রাজ্যের সুলতান সুলেমান যিনি অনেক বড় একজন শাসক ছিলেন। তাদের সম্পর্কে অনেক কিছুই জানেন দেখছি। তার পছন্দের কাবাবী তৈরি করেছেন যেটা আমার আগে জানা ছিল না। অনেক ভালো লাগলো আমাদের সাথে এত সুন্দর রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সুলতান সুলেমান সিরিয়াল টি আমার খুবই পছন্দে ছিলো এই নিয়ে তিন বার রিপিট করেছি।আর সবচেয়ে মজার বিষয় কি জানেন এই সিরিয়াল টি আমি একদিনে ৯০ পর্ব দেখেছিলাম ইউটিউবে😅 তাই মোটামুটি মুখস্থ বলা চলে।ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
বাহ, অসাধারণ সুলতান সুলেমান এর পছন্দের কাবাব তৈরি করার চেষ্টা সত্যিই দারুণ।সহজ উপকরণ দিয়ে সুস্বাদু খাবার তৈরি করার আইডিয়া সত্যিই প্রশংসনীয়।আপনার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
ইতিহাস সম্পর্কে তো ভালোই জানেন দেখছি। তার পছন্দ-অপছন্দের সবকিছুই পোষ্টের উপরে তুলে ধরেছেন। যাই হোক সুলতান সুলেমান এর প্রিয় কাবাব রেসিপি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন অনেক লোভনীয় লাগছে দিদি। ভিন্ন ধরনের এই রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুলতান সুলেমান সিরিয়াল অনেক বার দেখেছি খুবই পছন্দের একটি ধারাবাহিক সিরিয়াল ছিলো এখনও ইউটিউবে দেখি।😅তোমাকেও অসংখ্য ধন্যবাদ জানাই ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি অনেক ইউনিক এবং লোভনীয় লাগছে।যদিও এই রেসিপি আগে তৈরি করে খাওয়া হয়নি তবে রেসিপিটি আমি বাসায় একদিন ট্রাই করবো। ধন্যবাদ আপু লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু। দেখেই তো খেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে খেতেও দারুন হয়েছিল। এই ধরনের খাবার গুলো সবারই অনেক প্রিয়। অসাধারণ একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।