Flower loves
আমি একদিন সকালে গুম থেকে উঠে হাটার জন্য রওনা দিয়েছি। হটাৎ আমার চোখ গিয়ে পরলো সরিষা ফুলের দিকে। আমি দেখি সরিষা ফুল গুলো যেন সতেজ ফিরে পেয়েছে। সুর্যের আলো তার গায়ের কুয়াসা কাতর জল টেনে নিচ্ছে আর সরিষা ফুল গুলো যেন ঝিকঝিক করছে। আমি এই সুন্দর্য় দেখে মুগ্ধ হয়ে এই ছবিটা ফ্রেম বন্দি করে রাখলাম।