প্রথমটা হবার পর, গতকালকে এগ্রিকালচার কলেজের ভেতরের রাস্তার
প্রথমটা হবার পর, গতকালকে এগ্রিকালচার কলেজের ভেতরের রাস্তার শেষ বাঁক নিচ্ছি.. গলির অপর মুখে দুই মেয়ে হেঁটে, পেছনে দুই ছেলে সাইকেলে বসে হেঁটে। তো একটা মেয়ে গলির মুখে এসেই এমার্জেন্সি ব্রেক কষলো। মেন রাস্তার.. মানে যে বাঁদিক থেকে এল, সেদিকে আঙ্গুল দেখিয়ে, " ও তো বোকাচোদার মত কথা বলছে!" দ্বিতীয় মেয়ে, " ঠিক আছে তুই এখন চল। " প্রথমা, " না! ও তো বোকাচোদার মত ব্যবহার করছে!" এবং ২-৩বার রিপিট। দ্বিতীয় মেয়ে, "দ্যাখ স্নেহা যেটা করেছে, তাতে ওর ওটাই প্রাপ্য" বুঝিয়ে সুঝিয়ে তাকে নড়ানো গ্যালো অবশেষে। আমরা ২-১জন আসলাম পাশ দিয়ে। ধন্যবাদ চুড়িদার পরা মামনিকে জিন্সপ্যান্ট-টিশার্ট পড়া মামনিকে বুঝিয়ে সরিয়ে নিয়ে যাবার জন্য। নইলে আমরাই হয়তো হাত পায়ের বাড়ি খেয়ে যেতাম খানকতক। 😳 😏 ঘটনাবহুল দিন।