আইফোনের ক্যামেরা কারা বানায়, জানেন কি
আইফোনের সব মডেলেই শক্তিশালী ক্যামেরা সেন্সর প্রযুক্তি থাকায় সহজেই ভালো মানের ছবি তোলা যায়। কিন্তু এই ক্যামেরা কি নিজেদের তৈরি, না অন্য কোনো প্রতিষ্ঠানের সহায়তায় তৈরি করা হয়, তা কোনো দিন জানায়নি অ্যাপল। আর তাই আইফোনের ক্যামেরা নিয়ে অ্যাপলপ্রেমীদের পাশাপাশি প্রযুক্তি বিশ্বেও বছরের পর বছর ধরে চলছে নানা জল্পনাকল্পনা।
আইফোনের ক্যামেরা বিষয়ে এবার মুখ খুলেছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। তিনি জানান, সনির ক্যামেরা সেন্সর কাজে লাগিয়েই তৈরি করা হয় আইফোনের ক্যামেরা। সম্প্রতি জাপানে আইফোনের যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান পরিদর্শনের পর এক টুইটে টিম কুক বলেন, ‘আইফোনের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় ক্যামেরা সেন্সর তৈরির লক্ষ্যে এক দশকের বেশি সময় সনির সঙ্গে আমরা যৌথভাবে কাজ করে আসছি।’
টুইটে সর্বাধুনিক প্রযুক্তি সরাসরি দেখার সুযোগ দেওয়ায় সনির প্রধান নির্বাহী কর্মকর্তা কেনিচিরো ইয়োশিদাকে ধন্যবাদ জানান টিম কুক। টুইটের সঙ্গে একটি ছবিও জুড়ে দিয়েছেন তিনি। ছবিতে আইফোনে ব্যবহৃত যন্ত্রাংশের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকতে দেখা গেছে তাঁকে।
উল্লেখ্য, নতুন আইফোন উন্মুক্ত করার পরপরই নিজেদের ওয়েবসাইটে আইফোনের ক্যামেরার রেজল্যুশন, অ্যাপারচার বা ফিল্ড অব ভিউয়ের বিস্তারিত তথ্য জানিয়ে থাকে অ্যাপল। কিন্তু ক্যামেরা বা অন্য যন্ত্রাংশে ব্যবহার করা প্রযুক্তি বা পণ্যের নাম উল্লেখ করে না প্রতিষ্ঠানটি। এবারই প্রথম আইফোনে থাকা যন্ত্রাংশের নির্মাতা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করল অ্যাপল।