Internet can be down for 2 days!!

in #internetdown7 years ago

কারো যদি ইন্টারনেট ব্রাউজ করতে সমস্যা হয়ে থাকে ভয় পাওয়ার কিছু নেই!
কারণ রাশিয়ায় প্রকাশিত আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে আজ (১২ অক্টোবর) বলা হয়, ইন্টারনেট ডোমেন নেম ও আইপি অ্যাড্রেসের তত্ত্বাবধানে থাকা প্রতিষ্ঠানগুলো ইন্টারনেটের অ্যাড্রেস বুকের সুরক্ষার জন্যে কাজ করতে যাচ্ছে।
এতে আরও বলা হয়, “এমনকি, ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো (আইএসপি) যদি এই তদারকি কাজের বিষয়ে অবহিত না থাকে তাহলে গ্রাহকরা ইন্টারনেট সেবা পেতে ভোগান্তির মধ্যে পড়তে পারেন।”


রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে জানায়, আগামী ৪৮ ঘণ্টা ইন্টারনেট ব্যবহারকারীরা এই সেবা পেতে সমস্যায় পড়তে পারেন। অর্থাৎ, কোনো কোনো সাইটে ঢুকতে তাদের সমস্যা হতে পারে এবং কোনো কোনো পেজ লোড নাও হতে পারে। এছাড়া, নেটওয়ার্কে ঢুকতেও সমস্যা হতে পারে।