এখানে যেমন ভুয়ো #Fake #IPS #IAS অফিসার পাওয়া যাচ্ছে।

in #india4 years ago

এখানে যেমন ভুয়ো #Fake #IPS #IAS অফিসার পাওয়া যাচ্ছে। আমেরিকাতেও (USA) কিন্তু সেনার উর্দি পরে এরকম প্রতারণা করে অনেক প্রতারক। ওখানে এগুলোকে বলে " Stolen Valor ". Youtube বা অন্য সাইটেও এইসংক্রান্ত অনেক ভিডিও আর তথ্য পাবি খুজলে। ইউটিউবে শুধু stolen valor বলে সার্চ দে, অনেক ভিডিও পাবি। 😏 সুতরাং এটা শুধু এখানে হয় ভাবাটাও বোকামো আর অশিক্ষিতের মত আচরণ।
ওখানে তো এরম কেস দেখলেই অনেক সময় আসল সেনাবাহিনীর পার্সোনেল আর ভেটারানরা একেবারে সরাসরি প্রতারকদের কনফ্রন্ট করে আর অনেক ক্ষেত্রে ভিডিও আর ফোটো তুলে রাখে প্রমাণ হিসেবে।