মনতি্রি প্রহ্লাদ যোষি আর রমেশ পোকরিবাল বলছে, বিরোধীরা নাকি

in #india4 years ago

মনতি্রি প্রহ্লাদ যোষি আর রমেশ পোকরিবাল বলছে, বিরোধীরা নাকি সংসদের টাকা অপচয় করছে সংসদ চলতে না দিয়ে, সংসদকে অপমান করছে ভাষা ব্যবহার করে! তা আপনাদের বিজেপি পরিচালিত বর্তমান ভারত সরকার কি করছে? দেশবাসীর মোবাইল স্মার্টফোন আর টেলিফোন নেট‌ওয়ার্কের মধ্যে পেগাসাস স্পাই‌ওয়্যার ঢুকিয়ে দিয়ে অনুমতি ছাড়াই দেশবাসীর স্মার্টফোনের ক্যামেরা গোপনভাবে অন করে তাদের নগ্ন দেহের ছবি আর ভিডিও রেকর্ড করছে? সেটা দেখে রোজ রাতে দাড়ি‌ওয়ালা দাদু কি নিজেরটা নাড়িয়ে মুঠ মারেন নাকি? 🤔 মশকরা হচ্ছে? দেশ, দেশের জনগণ আর রাষ্ট্র সম্পূর্ণ আলাদা, আর আপনাদের বিজেপি সেটাকে এক করে না দেখালে যে নিজেদের ধর্মান্ধ দাঙ্গাবাজ একনায়কতন্ত্র টিকিয়ে রাখতে পারবে না! মিথ্যা বলে ম্যানিপুলেট করা বন্ধ করুন! #india #parliament #democracy