বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট
বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট বলে, "প্রতিরক্ষা মন্ত্রক কোন টাকা NSO group কে দেয়নি Pegasusর জন্য" হ্যা, তো কি এনএসও গ্রুপ ফাউতে পেগাসাস ব্যবহার করতে দিয়েছিল সরকারকে লোকের ফোনে ঢুকে ন্যাংটো ফটো দেখার জন্য? যে, আস তুমি আমি এক বিচানায় উঠে ফ্রিতে ভালোবাসা খেলি? বোগাস শেল কম্পানি তৈরী করে কিভাবে ব্ল্যাক অপারেশনের জন্য ঘুরপথে টাকা ট্রান্সফার করে বিভিন্ন দেশের সরকার, সেকথা জনগণ জানেনা ভেবেছেন? ফাজলামো হচ্ছে? আগে ১. ভারতের কেন্দ্রীয় সরকার বলুন "ভারতের কেন্দ্রীয় সরকার কোনদিন পেগাসাস ব্যবহার করেনি।" অথবা, ২. এনএসও বলুক," ভারত সরকার কোনদিন আমাদের ক্লায়েন্ট ছিল না।" তার পর বিশ্বাস করব, বুঝলেন চিটিংবাজগুলো!?🤔 #Pegasus #NSO #privacy #freedom #dictatorship