Incredible India monthly contest December #2|My gifts from Santa.

in Incredible Indialast year
20231226_234307_0000_114320.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি ভালো কেটেছে।

অনেকদিন বাদে আজ আমিও একটি আনন্দময় দিন কাটিয়েছি। আজ সারাদিন কি করেছি, সে সব গল্প আমরা অবশ্যই আপনাদের সঙ্গে পরবর্তী কোনো পোস্টে শেয়ার করবো।

কারন আজ আমি অংশগ্রহণ করতে চলেছি আমাদের কমিউনিটিতে চলমান ডিসেম্বর মাসের শেষ কনটেস্টে। যার বিষয়বস্তু সম্পর্কে ইতিমধ্যেই আপনারা সকলে অবগত হয়েছেন।

যদিও ইতিমধ্যে আমরা বড়দিন অর্থাৎ ক্রিসমাস কাটিয়ে ফেলেছি। তবে ২৫ শে ডিসেম্বর থেকে শুরু করে ১ লা জানুয়ারি পর্যন্ত সকলেই সকলকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে থাকে। তাই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এর থেকে ভালো কোনো বিষয় কনটেস্টের জন্য নির্বাচন করা যেতে বলে আমার মনে হয় না।

তাই সবার প্রথমে আমি অ্যাডমিন @sduttaskitchen ম্যামকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটি বিষয়বস্তু নির্বাচন করার জন্য। যার মাধ্যমে আমরা নিজেদের অনুভূতিগুলো সুন্দরভাবে ব্যক্ত করতে পারি। আজ আমিও আমার নিজস্ব অনুভূতিগুলো এই পোস্টের মাধ্যমে আপনাদের সকলের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি, -

1. Which gifts do you wish to ask for from Santa? And why?

christmas-tree-1081320_1280.jpg

source

সত্যি কথা বলতে যখন অনেক ছোট ছিলাম, তখন বয়স অনুযায়ী কখনো চকলেট, কখনো টেডি বিয়ার, কখনো পছন্দের কোনো খেলনা বা পছন্দের কোনো ড্রেস চাইতাম। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে, জীবনের পথ চলতে চলতে অর্জিত অভিজ্ঞতার নিরিখে, এই সকল জিনিসগুলোর থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিস সান্তার কাছে চাইতে ইচ্ছে করে। তার মধ্যে প্রথম জিনিসটি হল

প্রথমতঃ- নিজের ও আপনজনের শারীরিক সুস্থতা:-


সত্যি কথা বলতে ২০২৩ সাল শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে গিয়েছি,,আমার এত বছর বয়সে সেগুলো একসাথে কখনো ঘটেনি। আমার এখনো মনে পড়ে গত বছর ২৬ শে জানুয়ারি বাবার শরীর খারাপ দিয়ে বছরের প্রথম মাস শুরু হয়েছিল।

তারপর ঠাকুমার মৃত্যু। নিজের জামাই বাবুর ব্রেন সার্জারি, শশুর মশাইয়ের অসুস্থতা, এই সমস্ত কিছু পরপর চলেছে। শুধু চলেছে বললে ভুল হবে, এখনো পর্যন্ত জামাইবাবু সম্পূর্ণ সুস্থ হননি এবং শশুর মশাইয়ের অবস্থাও খুব বেশি ভালো নয়।

তাই এই নতুন বছরে সান্তার কাছে আমার একটাই প্রার্থনা, গত বছরের মতন এই বছর যেন আমার কোনো কাছের মানুষের শারীরিক অসুস্থতা না থাকে। আজকাল নিজের জন্য ভাবতে শুরু করেছি, তাই আপন মানুষদের পাশাপাশি নিজের সুস্থতার প্রার্থনাও আমি সান্তার কাছে করতে চাই।

দ্বিতীয়তঃ- নিজেকে আত্মনির্ভরতার পথে অবিচল রাখতে সচেষ্ট হতে চাই:-


স্টিমিট প্লাটফর্মে তিন বছরের যাত্রা ইতিমধ্যে আমি শেষ করে ফেলেছি, তবে যে লক্ষ্যে পৌঁছানো উচিত ছিলো সেটা আমি পূরণ করে উঠতে পারিনি, বিভিন্ন পারিবারিক ও মানসিক সমস্যার কারণে।

তবে নতুন বছরে আমি সেই সমস্ত কিছু কাটিয়ে উঠে, নিজের লক্ষ্যে অবিচল থাকতে চাই। জীবন মানেই তাতে সমস্যা থাকবে। তবে সেই সমস্যা যাতে আমার লক্ষ্যে বাধা হতে না পারে, নতুন বছরে সেই চেষ্টা আমি করব এবং সান্তার কাছে আমার প্রার্থনা করবো তিনি যেন আমাকে এই কাজে সাহায্য করেন।

তৃতীয়তঃ- একটি নতুন প্রাণকে এই পৃথিবীতে আনতে চাই:-


মা হওয়া নারী জীবনের সার্থকতা এই কথাটা ছোটবেলা থেকে বহুবার শুনেছি। এই পৃথিবীতে একটি নতুন প্রাণকে আনার মাধ্যম হিসেবে ঈশ্বর মেয়েদেরকে বেছে নিয়েছেন। তাই আমি বিশ্বাস করি আমাকে যখন তিনি মেয়ে হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, তখন তিনি চেয়েছেন আমার মাধ্যমে একটি নতুন প্রাণ এই পৃথিবীতে আসুক।

তাই সমস্ত প্রতিকূলতাকে পার করে, এই নতুন বছরে আমি মা হতে চাই। নিজের ভেতরে একটি নতুন প্রাণকে দশ মাস দশ দিন ধারণ করে, তাকে এই পৃথিবীর আলো দেখাতে চাই। সর্বোপরি সান্তার কাছে আমার এটাই চাওয়া।

2. How those gifts will be valuable for you? Describe

merry-christmas-1901069_1280.jpg

source

➡️ শারীরিক সুস্থতা যে কোনো মানুষের জন্য আশীর্বাদ। তাই এই আশীর্বাদটা আমি নিজের জন্য এবং আমার সকল প্রিয় মানুষের জন্য চেয়েছি। খুব প্রিয় মানুষকে শারীরিকভাবে কষ্ট পেতে দেখাটাও একটি মানসিক যন্ত্রণা। যে যন্ত্রণাটা গত বছর আমি বহুবার পেয়েছি।

  • তাই এই নতুন বছরে সান্তা যদি আমার সকল প্রিয় মানুষদের শারীরিক সুস্থতা দান করেন, তাহলে সেটি আমার জন্য মানসিক শান্তি। কারণ গত বছরের লড়াইটা অনেকটা শক্তি সঞ্চয় করে লড়েছিলাম, কিন্তু এই বছর সেই লড়াইটা চালিয়ে যাওয়ার শক্তি নেই। তাই যদি সান্তা আমার পাশাপাশি, আমার প্রিয়জনকে শারীরিক সুস্থতা দান করে তাহলে সেটি আমার জন্য মানসিক শান্তি।

➡️ এই পৃথিবীতে প্রতিটি মানুষ মানুষের আত্মনির্ভর হওয়ার প্রয়োজন রয়েছে। শুধুমাত্র পুরুষ মানুষের উপরে নির্ভর করে থাকা নারীদেরকে পুরুষেরা আজীবন তুচ্ছ ভেবেছেন। তবে যুগ বদলেছে, নারীরা আজ স্বনির্ভর হওয়ার গুরুত্ব বুঝতে পারে এবং তাদের মতো সেই চেষ্টায় আমিও সামিল।

  • অন্য কাউকে নয়, নিজেকে ভালো রাখতে আত্মনির্ভর হওয়ার থেকে ভালো কিছু আর নেই। অন্যের ওপরে নির্ভর করে বেঁচে থাকার থেকে লড়াই করে স্বনির্ভর হওয়ার মধ্যে একটা আত্মতৃপ্তি আছে, তাই আত্মনির্ভর হওয়ার পথে অবিচল থেকে আমি সেই আত্মতৃপ্তি পেতে চাই।

➡️ "মা" এক অক্ষরের এই শব্দটির মধ্যে এই পৃথিবীকে জয় করার মতন সর্বশক্তি লুকিয়ে আছে। এই একটি মানুষ আমাদের পাশে থাকলে, পৃথিবীর হাজারো দুঃখ কষ্টকে জয় করবার মতন ক্ষমতা জন্মে আমাদের মধ্যে। এই ডাকটির মধ্যে যে সুখ আছে, তা পৃথিবীর সমস্ত অর্থ দিয়েও কেনা সম্ভব নয়। আর ঠিক এই অনুভূতিটি উপলব্ধি করার জন্য আমি মা হতে চাই। যাতে আমার সন্তান আমার কাছে সেই সুখ পেতে পারে, যেটা আমি আমার মায়ের থেকে পেয়েছি।

3. Do you believe if we ask by heart something, we can achieve it? Has that ever happened to you?

merry-christmas-7571772_1280.jpg

source

একটা সময় এই কথাটির উপরে আমার অনেক বিশ্বাস ছিল যে, মন থেকে আমি যেটা চাইবো সেটা অবশ্যই পাবো এবং পেয়েছিও। তবে নিজস্ব অভিজ্ঞতা থেকে এই কথাটা বলতে পারি, যে কোন জিনিসটি আমাদের চাওয়া উচিত এবং কোন জিনিসটি নয়, সর্বাগ্রে আমরা যেন সেটা সঠিকভাবে ভাবতে শিখি।

কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মন থেকে আমরা এমন জিনিস চাই এবং এত পরিমানে চাই যে, সেই জিনিসটা আমরা পেয়েও যাই। তবে সময়ের সাথে সাথে অনুভব করি আমাদের জিনিসটি চিনতে ভুল হয়েছিল এবং সেই ভুলের সাথে আমাদের জীবনের অনেক ভালো মন্দ আজীবনের জন্য জড়িয়ে যায়। চাইলেও যেগুলোকে পরিবর্তন করা যায় না।

তাই মন থেকে কোনো জিনিস যাওয়ার আগে অবশ্যই সেই জিনিসটি আমার জন্য কতখানি ভালো, সেটা বোঝার চেষ্টা করে, তবে সেটি চাওয়া উচিত। আজকাল এমন অনেক জিনিস চাই যেটা পেলে আমার জীবন আমুল পরিবর্তন হতে পারতো, কিন্তু এটাও জানি যে সেটা পাওয়া কখনোই সম্ভব না।

তাই নতুন করে কোনো জিনিসকে ভীষণভাবে চাওয়াটা বন্ধ করে দিয়েছি এমনটা নয়, বরং বলা যেতে পারে চাওয়া জিনিসটা না পাওয়া গেলেও, কিভাবে স্রোতের সাথে চলতে হয় সেটা শিখে নিয়েছি।

"Conclusions"

যাইহোক কনটেস্টে জিজ্ঞাসিত সকল প্রশ্নের উত্তরে আমি আমার নিজস্ব অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো পড়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কনটেস্টের নিয়ম অনুসারে আমি আমার তিনজন বন্ধু @tahispadron @leonciocast@goodybest কে আমন্ত্রণ জানাই। আশা করছি তারাও কনটেস্টে অংশগ্রহণ করে, নিজেদের অনুভূতিগুলো শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।

Sort:  
Loading...
 last year 

এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার বাবা এবং জামাইবাবুর অসুস্থতা আর ঠাকুমার মৃত্যুর খবর শুনে খুবই খারাপ লাগলো। দোয়া করি যেন সামনের বছর আপনার প্রিয়জনদের সকল অসুস্থতা দূর হয়ে যায়। নারী পুরুষ প্রত্যেকেরই আত্মনির্ভর হওয়া উচিত। অন্যের উপর নির্ভর করার চেয়ে লড়াই করে স্বনির্ভর হয়ে বেঁচে থাকার মধ্যে এক অন্যরকম আনন্দ রয়েছে। মা হওয়াটা প্রত্যেক নারীর জন্যই আনন্দদায়ক অনুভূতি। আশা করছি খুব শীঘ্রই শুভ সংবাদ নিয়ে উপস্থিত হবেন।

 last year 

এই বছরের শুরু থেকে শেষ অনেক মানসিক লড়াই লড়েছি। খুব কাছের মানুষকে হারানোর ভয় পেয়েছি, একজনকে হারিয়েও ফেলেছি। তাই নতুন বছরে আর এমন কোনো লড়াই করার সাহস সত্যিই নেই। স্বনির্ভরতা সকলের জন্য জরুরি।আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্ট পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last year 

সান্তা ক্লজ এর কাছে আপনি ইউনিক কিছু চেয়েছেন। সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে। অনেকদিন পরে আজ আপনি খুব আনন্দময় একটি দিন পার করেছেন। একটা মানুষ চলার পথে তার ফ্যামিলি সমস্যা তার নিজের ব্যক্তিগত সমস্যা চারিদিকে সমস্যা পড়ার টেনশন সবকিছুই থাকে তারপরেও সবকিছু নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হয়। নিজেও নিজের পারিবারের সদস্যদের সুস্থতা সবচেয়ে বড় একটি আনন্দ। কেউ একজন অসুস্থ থাকলে সেই পরিবারে মনের ভিতর অশান্তি লেগেই থাকে কোন কিছু ভালো লাগে না। নিজেকে আত্মনির্ভরশীল করা। একটি নতুন প্রাণীকে পৃথিবীতে আনতে চাই আপনার কথাগুলো আমার কাছে অনেক দারুন লেগেছে আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আমার জেনে ভালো লাগলো, আপনি আমার পোস্ট পড়তে পছন্দ করেছেন এবং সান্তা ক্লজের কাছে চাওয়া আমার প্রত্যেকটা জিনিস আপনার নতুনত্ব লেগেছে। সত্যিই আপনজনের সুস্থতার থেকে বড় উপহার আর কিছু হয় না। পরিবারের কেউ অসুস্থ থাকলে, বাকি সবাই মানসিক দিক থেকে ভেঙে পড়ে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 last year 

Hola amiga que bonitos deseos, deseas para ti y tu familia, espero todos sean cumplidos.
Gracias por la invitación.
Éxito en el concurso.

 last year 

Thank you 🙏.

 last year 

জীবনে মানে জি বাংলা নয়, জীবন মানে তাতে কিছু সমস্যা থাকবেই। আর সেই সমস্যার সমাধানের পথও আমাদেরই খুঁজে বার করতে হবে। অন্য কারো জন্য অপেক্ষা করে লাভ নেই। নিজে আত্মনির্ভর হলে মানসিক শক্তি কিন্তু অনেকটা বেড়ে যায়। মাতৃত্ব একজন নারীকে পূর্ণতা দান করে। ঈশ্বর নারীকেই শুধুমাত্র এই শক্তি দিয়েছেন একটি নতুন প্রাণকে পৃথিবীতে আনার। আমি মন থেকে চাই যে সান্তা আপনার সকল ইচ্ছেগুলোকে পূরণ করুক।

 last year 

হা হা হা.... আপনার কমেন্ট সকালবেলায় মুখে হাসি ফুটালো। সত্যিই জীবন মানে জী বাংলা নয়,তাতে সমস্যা থাকবেই। অনেক ধন্যবাদ আপনার শুভ কামনার জন্য। যদি সান্তা আমার এই ইচ্ছে গুলো পূরণ করে, তাতে আপনাদের অনেকের শুভ কামনা মিশে থাকবে। আপনার মনের সকল ইচ্ছেও পূরণ হোক, এই প্রার্থনা করি। ভালো থাকবেন।

 last year 

আজকে আপনি যে ইচ্ছে গুলো পোষণ করেছেন। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার ইচ্ছে গুলো পূরণ হোক। আসলে নিজের পরিবার এবং নিজের কাছের মানুষ গুলো যদি সুস্থ থাকে তাহলে নিজেকে অনেক বেশি ভালো মনে হয় মনে হয়। আমি এখনো অনেক ভালো আছি। আর এই পৃথিবীতে আত্মনির্ভরশীল হওয়াটা অনেক বেশি জরুরী। এবং একজন মা হওয়া অনেক বেশি জরুরি। আমি জানি আপনার মনের কষ্ট আপনি হয়তো বা সবার সামনে প্রকাশ করছেন না। কিন্তু কতটুকু হতে পারে আমি সামান্য হলেও অনুধাবন করতে পারি।

আমরা মন প্রাণ দিয়ে যদি কোন কিছু পাওয়ার চেষ্টা করি। সৃষ্টিকর্তা অবশ্যই একটা সময় ধৈর্য হারা হয়ে আমাদেরকে সেই জিনিসটা দিয়ে থাকেন। তবে আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত। যে জিনিসটা আমরা পাওয়ার চেষ্টা করছি, অনেক সময় যদি সেই জিনিসটা না পাই। তাহলে ভেবে নিতে হবে সৃষ্টিকর্তা আমাদেরকে এই জিনিসের চাইতে আরো বেশি উত্তম ভালো কিছু দেয়ার চেষ্টা করছেন। এবং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ইনশাল্লাহ আপনার ইচ্ছে গুলো পূরণ হয়ে যাবে।

 last year 

অনেক ধন্যবাদ আপনার প্রার্থনার জন্য। আত্মনির্ভরশীলতা আমাদেরকে মানসিক জোর দেয়, অনেক খারাপ পরিস্থিতির সাথে লড়তে সাহায্য করে। আমিও বিশ্বাস করি,ঈশ্বর যদি কোনো কিছু আমাদের জন্য না দেন, তার পিছনেও কোনো না কোনো ভালো উদ্দেশ্য থাকে। কারণ তিনি একমাত্র যে কখনোই আমাদের খারাপ চান না। অনেক ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

আমি প্রথমেই এডমিন দিদিকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটি বিষয়বস্তু নির্বাচন করার জন্য। আপনি সান্তাকুলেস এর কাছে প্রিয় মানুষদের সুস্থতা দান করার কথা বলেছেন। আসলে পরিবারের মানুষ গুলো সুস্থ থাকলে নিজের কাছে আলাদা রকমের এক ভালো লাগা কাজ করে।আর তাই এতো সুন্দর একটি চাওয়া দেখে আপনাকে ধন্যবাদ দিতে ইচ্ছা হলো তাই আপনাকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 last year 

আপনাকে আমি ধন্যবাদ জানাই কারন আপনি ধৈর্য্য সহকারে আমার পোস্ট পড়ে এতো সুন্দর মন্তব্য করেছেন। নিজের পরিবারের পাশাপাশি আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি। কারন এই বছর এতো কাছের মানুষের অসুস্থতা দেখেছি যে আর কিছু চাওয়ার নেই। ভালো থাকবেন।

আমিও আপনার মতো এই বছর অনেক কিছু দেখেছি এবং এখন ও সেটা চলমান আছে। আমার নানা অনেক দিন ধরে অসুস্থ ছিল সে কিছু মাস আগে মারা গেলেন আর তার পর থেকেই মা কিছু দিন পর পর অসুস্থ হয়ে পড়ে। আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 last year 

দিদি আপনাকে এই প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি প্রতিটি প্রশ্নের উত্তর সাবলীল ভাবে দিয়েছেন। আপনি আত্মনির্ভর হতে চেয়েছেন, পরিবারের মানুষদের সুস্থতা কামনা করেছেন এবং একজন মা হিসেবে নিজেকে পূর্ণতা দিতে চেয়েছেন। সত্যি তো দিদি প্রতিটি মেয়ের জীবনে এই চাওয়াগুলো ছাড়া আর কিছু থাকতেই পারে না। কারণ একটি মেয়ের জীবনে তার পরিবারই সব।

দিদি আমি মন থেকে দোয়া করি আপনার মনের সকল আশা পুরণ হউক। পরবর্তী বছরে আপনি যাতে মা হন এবং একজন পরিপূর্ণ মা হিসেবে সন্তানের সকল দায়িত্ব পালন করতেন পারেন। ভালো থাকবেন।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য। আমিও চাই আমার মতো আপনিও যে সকল ইচ্ছা প্রকাশ করেছেন তা যেন পূর্ণতা পায়। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন