RE: Incredible India monthly contest December #2|My gifts from Santa.
আজকে আপনি যে ইচ্ছে গুলো পোষণ করেছেন। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার ইচ্ছে গুলো পূরণ হোক। আসলে নিজের পরিবার এবং নিজের কাছের মানুষ গুলো যদি সুস্থ থাকে তাহলে নিজেকে অনেক বেশি ভালো মনে হয় মনে হয়। আমি এখনো অনেক ভালো আছি। আর এই পৃথিবীতে আত্মনির্ভরশীল হওয়াটা অনেক বেশি জরুরী। এবং একজন মা হওয়া অনেক বেশি জরুরি। আমি জানি আপনার মনের কষ্ট আপনি হয়তো বা সবার সামনে প্রকাশ করছেন না। কিন্তু কতটুকু হতে পারে আমি সামান্য হলেও অনুধাবন করতে পারি।
আমরা মন প্রাণ দিয়ে যদি কোন কিছু পাওয়ার চেষ্টা করি। সৃষ্টিকর্তা অবশ্যই একটা সময় ধৈর্য হারা হয়ে আমাদেরকে সেই জিনিসটা দিয়ে থাকেন। তবে আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত। যে জিনিসটা আমরা পাওয়ার চেষ্টা করছি, অনেক সময় যদি সেই জিনিসটা না পাই। তাহলে ভেবে নিতে হবে সৃষ্টিকর্তা আমাদেরকে এই জিনিসের চাইতে আরো বেশি উত্তম ভালো কিছু দেয়ার চেষ্টা করছেন। এবং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ইনশাল্লাহ আপনার ইচ্ছে গুলো পূরণ হয়ে যাবে।
অনেক ধন্যবাদ আপনার প্রার্থনার জন্য। আত্মনির্ভরশীলতা আমাদেরকে মানসিক জোর দেয়, অনেক খারাপ পরিস্থিতির সাথে লড়তে সাহায্য করে। আমিও বিশ্বাস করি,ঈশ্বর যদি কোনো কিছু আমাদের জন্য না দেন, তার পিছনেও কোনো না কোনো ভালো উদ্দেশ্য থাকে। কারণ তিনি একমাত্র যে কখনোই আমাদের খারাপ চান না। অনেক ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।