ভাঙ্গা ফোন
আসসালামু আলাইকুম,
প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের একটি কঠিন সময়ের অভিজ্ঞতার কথা । আমি জানি,আমাকে যারা জানেন বা চেনেন বা আমার যারা নিয়মিত গল্প পড়তেন তারা হয়তো আমার গল্প না পেয়ে অনেকেই ভেবেছেন যে কি হলো হঠাৎ করে আমি কেন জানি গল্প আর দেই না আসলে অনেকেরই অনেক কিছু ভাবনাতে হয়তো চলে এসেছে। তাদের উদ্দেশ্যেই বলছি আজ আমি বিশেষ সমস্যার কারণে এই প্লাটফর্মে কাজ করতে পারিনি, এজন্য আমি সত্যিই দুঃখিত।
আজ আমি আপনাদের সামনে আমার এই পরিস্থিতি এবং এই সময়ের কষ্টগুলো তুলে ধরতে চাই। আশা করি আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন।আমার জীবনে এমন একটি সময় এসেছিল, যখন আমি সম্পূর্ণরূপে আমার কাজ থেকে বিচচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। আমার মেয়ে হঠাৎ করে আমার ফোনটি ভেঙ্গে ফেলেছিল। ফোনটি ছিল আমার কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন প্লাটফর্মে কাজ করার জন্য ফোন আসলে কতটা গুরুত্বপূর্ণ।আমার পেশাদার জীবনের অনেক কিছুই অচল হয়ে পড়েছিল, কারণ সব কার্যক্রম সবকিছুই ফোনের মাধ্যমে পরিচালিত।
শুধু এই প্লাটফর্মে কাজ করার জন্যই ফোনটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিলনা বরং সব সময় আমার বাড়িতে কথা বলার জন্য, নিজের একাকীত্ব বা খারাপ লাগা দূর করার জন্য ফোনটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ।ফোনটির ভাঙ্গা আমাকে একেবারে হতাশ করে তুলেছিল। তবে যা ঘটেছিল তা আসলে এক অপত্যশিত পরিস্থিতি। আমি ফোনটি সারাতে নিয়ে গেছিলাম কিন্তু সারানো সম্ভব হয়নি। ফোনটা সারাতে নিয়ে গেছিলাম, সেখানে ফোন ঠিক করা মেকার বললো অনেকগুলো টাকার কথা,ফোনটা ভালো করতে হলে অনেকগুলো টাকার প্রয়োজন কিন্তু ঈদের আগে কেনাকাটার জন্য এবং আমার শ্বশুরবাড়িতে টাকা পাঠানো সব কিছু মিলে আসলে অনেক টাকার দরকার ছিল সেই সময় আমার হাজবেন্ডের পক্ষে অল্প বেতন দিয়ে সবকিছু সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই কি আর করার ফোনটা নিয়ে ওই ভাবেই ফেরত এসেছি বাসায়।
সেই সময়ের জন্য ফোন ছাড়া আমি কিছুই করতে পারছিলাম না। সেই সময়ে আমার কাজ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়লাম। একটি মাসেরও বেশি সময় ধরে আমি আমার কাজ করতে পারিনি। আমার প্রিয় ব্যবহারকারীরা নিশ্চয়ই এতদিন অনেক আমাকে মিস করেছিলেন।আমিও সবাইকে অনেক অনেক মিস করেছি।এটি আমার জন্য একদম নতুন অভিজ্ঞতা ছিল। আমি নিজেও খুব দুঃখিত ছিলাম, কারণ আমি জানি যারা আমায় ভালবাসেন যারা আমার গল্প পড়েন এবং আমার সহপাঠী বন্ধুরার নিশ্চয়ই অনেক মিস করেছেন। যাইহোক, একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য ফোন না থাকা একটি বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতি থেকে বের হতে কিছুটা সময় লেগেছিল। কিন্তু আমি শেষ পর্যন্ত আবার ফিরে এসেছি। আমি যখন পুনরায় কাজে ফিরলাম তখন আমি আরও শক্তিশালী ও নিষ্ঠাবান মনোভাব নিয়ে কাজ করে যাবো ইনশাল্লাহ।
আমার এই অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য @sduttaskitchen দিদির কাছেও আমি ক্ষমা চাই আশা করি দিদি আমাকে ক্ষমা করবেন এবং আমার সমস্যাটা বুঝবেন। দিদির প্রতি আমার বিশ্বাস আছে যে,দিদি আমার এই অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করবেন। এখন আমি পূর্বের মতোই আপনাদের সাথে কাজ করতে প্রস্তুত। এই সময়টি আমার জীবনের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে। আমি জানি জীবন কখনো আমাদের অপ্রত্যাশিত পরিস্থিতি সম্পূর্ণ করে কিন্তু তা মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হয়। আমার এই অনুপস্থিতি নিয়ে আমি সত্যিই দুঃখিত তবে আমি আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন এবং আমার প্রতি বিশ্বাস রাখতে পারবেন।
আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
@samima1 কথায় আছে শেষ ভালো যার, সব ভালো!
আমি আপনার ফোনের বিষয়টি করবীর কাছ থেকে জানতে পেরেছিলাম।
যেটা আমার খারাপ লাগার বিষয় ছিল, সেটা হলো পাশাপশি থেকে আপনি করবীর ফোন থেকে আমাদের সাথে discord এ যোগাযোগ রাখতে পারতেন, তাহলে হয়তো এখানে কাজ করবার একটা সমাধান আপনাকে আমি দিতে পারতাম।
তবে, এখন নতুন ফোন পেয়ে গেছেন, আবার আগের মত আপনার উপস্থিতি থাকবে পাশাপশি কাজের প্রতি একাগ্রতা এই আশা রাখি।
ভালো থাকুন সবসময়।
প্রথমেই দিদি আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। দিদি ক্ষমা করে দেবেন আসলে আমি বুঝতেই পারেনি,আমি discord এ আমার ফোন থেকেই জানিয়েছিলাম যে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে এরপরে একদম ফোনটা অচল হয়ে পড়ছে।তাই আর আলাদাভাবে করবি আমিন ভাবির ফোন থেকে যোগাযোগ করিনি।বুঝতে পারিনি যে এতদিন ফোনটা ছেড়ে থাকতে হবে।এখন নিয়মিত কাজ করার চেষ্টা করব আপনাদের সাথে থেকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সর্বপ্রথম তো আপনাকে আমাদের কমিউনিটিতে আবারও স্বাগতম জানাই। আপনার লেখা অনেক দিন পরে দেখতে পেয়ে সত্যি ভালো লাগছে। এবং আমি যদি ভুল না হয়ে থাকি আপনি জেনারালে বলে গিয়েছিলেন আপনার ফোনের সমস্যার যেটা আমি দেখেছিলাম। আসলে সমস্যা আমাদের থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু না। এবং আপনার মেয়ে যেহেতু এখনো ছোট আছে তাই হয়তো বা কোন কারণে মোবাইলটি ভেঙে ফেলেছে। তবে আবারো আপনি আমাদের মাঝে এসেছেন আপনার লেখা শেয়ার করছেন এটা সত্যি আমাদের জন্য একটি আনন্দের বিষয়। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আপনার জন্য।