You are viewing a single comment's thread from:

RE: ভাঙ্গা ফোন

in Incredible Indialast month

@samima1 কথায় আছে শেষ ভালো যার, সব ভালো!

আমি আপনার ফোনের বিষয়টি করবীর কাছ থেকে জানতে পেরেছিলাম।
যেটা আমার খারাপ লাগার বিষয় ছিল, সেটা হলো পাশাপশি থেকে আপনি করবীর ফোন থেকে আমাদের সাথে discord এ যোগাযোগ রাখতে পারতেন, তাহলে হয়তো এখানে কাজ করবার একটা সমাধান আপনাকে আমি দিতে পারতাম।

তবে, এখন নতুন ফোন পেয়ে গেছেন, আবার আগের মত আপনার উপস্থিতি থাকবে পাশাপশি কাজের প্রতি একাগ্রতা এই আশা রাখি।

ভালো থাকুন সবসময়।

Sort:  
 last month 

প্রথমেই দিদি আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। দিদি ক্ষমা করে দেবেন আসলে আমি বুঝতেই পারেনি,আমি discord এ আমার ফোন থেকেই জানিয়েছিলাম যে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে এরপরে একদম ফোনটা অচল হয়ে পড়ছে।তাই আর আলাদাভাবে করবি আমিন ভাবির ফোন থেকে যোগাযোগ করিনি।বুঝতে পারিনি যে এতদিন ফোনটা ছেড়ে থাকতে হবে।এখন নিয়মিত কাজ করার চেষ্টা করব আপনাদের সাথে থেকে।