"যাকাত"

in Incredible India20 days ago
pexels-photo-534229.jpeg

Image source

আমরা কিন্তু মোটামুটি কম বেশি সবাই সম্পদের মালিক হয়ে থাকি। তবে আমি বলব আল্লাহতালা সবাইকে অর্থ সম্পদ দেন না। আবার এমন কিছু মানুষকে দিয়েছেন যারা অর্থ-সম্পত্তি ধরে রাখতে পারেনা। ধরে রাখতে পারে না বললে ভুল হবে, সঠিক ব্যবহার করতে জানে না। বর্তমান সময় হচ্ছে রমজান মাস আর এই মাসে আপনার যত অর্থ সম্পত্তি আছে। তার ওপর ভিত্তি করে কিন্তু আপনাকে যাকাত দিতে হয়। এটা মুসলমানদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। কারণ মৃত্যুর পরে আপনার সাথে কোরআন, নামাজ, যাকাত এবং হজ্জ এই চারটা জিনিস যাবে। তাই আমার মনে হয় পরকালের সুখ শান্তির জন্য হলেও, যাকাত দেয়া খুবই প্রয়োজন।

অনেক মানুষের এত পরিমাণে সম্পদ আছে, কিন্তু যাকাত সঠিকভাবে দেয় না। যাকাত কেমন করে দেয় জানেন? কাউকে ৫ টাকা কাউকে ১০ টাকা আবার কাউকে খুব সস্তা দামের একটা কাপড়! কিন্তু ধর্মের মধ্যে এমন ভাবে যাকাত দেয়ার কথা কখনোই বলা হয়নি! বলা হয়েছিল আপনার যতটুকু সম্পদ আছে তার উপরে ভিত্তি করে আপনার যত টাকা যাকাত আছে। সেটা দিয়ে যদি একজন মানুষকে কর্মের ব্যবস্থা করে দেয়া যায় এটাই হচ্ছে উত্তম কাজ। কিন্তু বর্তমান সমাজের মানুষ সম্পদের পাহাড় গড়ে তোলে, কিন্তু সেই সম্পদের পাহাড়ের জন্য যে যাকাত দিতে হয় এটা অনেকেই ভুলে যায়। কিছু কিছু মানুষটা এমন ভাবে যাকাত দেয়, যেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়া তে আপলোড করে।

ঠিক আছে ভালো কথা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, সেটাও না হয় মেনে নিলাম। কিন্তু কিছু মানুষকে দেখলাম কাপড় বিলি করার সময় মহিলারা যখন একটু একটু করে এগিয়ে আসে। তখন তাদেরকে কাপড় দেয় না বরং কাপড় দিয়ে তাদের মাথার মধ্যে বাড়ি দিতে থাকে। এটা কোন ধরনের যাকাত আমার জানা নেই। যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ এই কথাটা জানার আমার অনেক আগ্রহ রয়েছে। ধন সম্পত্তি সবার থাকতে নেই। সবাই যদি ধন-সম্পত্তির মালিক হত, তাহলে এই পৃথিবীতে কেউ হতদরিদ্র থাকত না। এই পৃথিবীতে কেউ মধ্যবিত্ত থাকত না। সবাই মোটামুটি অট্টালিকার মধ্যে বসবাস করত।

কিছু মানুষের টাকা পয়সা আছে বলে আজকে মানুষের সাথে খুব বাজে ব্যবহার করে। এত বাজে ব্যবহার করে যেটা কল্পনার বাহিরে। আজকে আপনার টাকা আছে কালকে নাও থাকতে পারে। আজকে আপনার অনেক অর্থ সম্পদ আছে কালকে তো নাও থাকতে পারে। কিসের এত অহংকার একদিন আমি আপনি সবাই এ পৃথিবী ছেড়ে চলে যাব। তাহলে এত অর্থ-সম্পদ কেন। আমি আল্লাহ তায়ালার কাছে শুধুমাত্র একটা কথাই বলি। আমাকে ঠিক ততটুকু সম্পদের মালিক আল্লাহ তাআলা এই পৃথিবীতে করুক। যতটুকু সম্পদ হলে আমি রাস্তার পাশে থাকা মানুষগুলোকে সাহায্য করতে পারব।

অসহায়ের মত যে শিশুগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে হাত পেতে থাকে, তাদেরকে সাহায্য করতে পারব। আসলে তাদেরকে দেখলে খুব মায়া লাগে, নিজের যতটুকু আছে ততটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করি। কিন্তু তাতে করে তো আর তাদের সংসার চলে না। অর্থ সম্পদ যাদের আছে তাদের প্রত্যেকের উচিত এ রমজান মাসে বেশি বেশি করে যাকাত দেয়া। কিন্তু তারা কি করে নিজেদের এই ধন-সম্পদ অসহায় মানুষদের মধ্যে না বিলিয়ে, বিভিন্ন রকম খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। সেগুলো আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে। ধর্মের মধ্যে আছে আপনি যদি ডান হাত দিয়ে কাউকে সাহায্য করেন, যেন আপনার বাম হাত সেই কথা জানতেন না পারে। আর অর্থসম্পদ নিয়ে মানুষের কত অহংকার। অহংকারে মাটিতে তাদের পা পড়ে না। আমি তাদেরকেই বলব আপনার যদি অল্প পরিমাণে অর্থ থেকে থাকে, তাহলে একটু হলেও মানুষকে সাহায্য করেন। তবে সেটা লোক দেখানো নয়। উপরে যিনি আছে তার উপরে বিশ্বাস করে মন থেকে তাকে সাহায্য করার চেষ্টা করেন।

Sort:  

TEAM 7 ¡Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.

1000098952.png

Curated By: @memamun

 20 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য ভালো থাকবেন।

Loading...
 20 days ago 

আমাদের সমাজে এরকম লোক আছে যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে কিন্তু ওরা যাকাত দেয় না। এরপরে আল্লাহ তায়ালা যখন বিপদে ফেলাই তখন আফসোস করে।

এখন যদি ৫ টাকাও গরিব-দুঃখীদের কে দান করে সেই জিনিসটা ও পানি ইন্টারনেটে পাওয়া যায় । হাদিসে আছে তোমার ডান হাতে দান করলে বাম হাতে যে জানতে না পারে।

আল্লাহ তাআলা আপনার স্বপ্ন পূরণ করুক যাতে আপনি মানুষগুলোর সাহায্য বা পাশে থাকতে পারেন।

আপনার টপিক টা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন তার সাথে শেয়ার করেছেন আমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 20 days ago 

সমাজে বহু মানুষ আছে ভাই লাখ লাখ টাকা যাকাত করলেও তার সম্পদ কখনো কমে যাবে না কিন্তু তারা এত কম পরিমাণে যাকাত দেয় যেটা বলে বোঝানো সম্ভব না আবার কিছু মানুষ আছে যাকাতের নামে শুধুমাত্র মানুষকে হয়রানি করে আমার কাছে মনে হয় আপনার এক হাত যদি যাকাত দেয় অন্য হাত যেন না পায় জানতে না পারে বিষয়টা অবশ্যই মাথায় রাখা উচিত যাইহোক অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 19 days ago 

অনেক সুন্দর ভাবে যাকাত নিয়ে আপনি একটি লেখা আমাদেরকে উপহার দিয়েছেন যেটা দেখে সত্যি ভালো লাগলো। এবং যাকাত সম্পর্কে আপনার অভিজ্ঞতাও অনেক ভালো আছে এটা পোস্ট করে বুঝতে পারলাম। আমার এতটা অভিজ্ঞতা নাই যতটা আপনার আছে। তবে যাকাত দেওয়া আমাদের প্রত্যেকটি মানুষের উচিত এবং আমাদের সম্পত্তির সাথে কখনো যাবেনা তাই সেখান থেকে অবশ্যই আমাদের কিছু মানুষকে সহযোগিতা করা উচিত।

 19 days ago 

একজন মুসলমানের জন্য যাকাত খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর যাকাতের বিষয়ে অভিজ্ঞতা আসলে যখন ইসলাম ধর্ম বই নিয়ে পড়াশোনা করেছিলাম তখন অনেকটা অর্জন করেছিলাম যাকাত আপনাকে এমন ভাবে দিতে হবে যেন আরেকজন মানুষ স্বাবলম্বী হয়ে চলাফেরা করতে পারে কিন্তু বর্তমান সমাজের মানুষ যাকাত দেয়া তো দূরের কথা তার নামে মানুষকে কিভাবে হয়রানি করা যায় সেটা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন ।

 19 days ago 

আপনি যাকাত নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন বর্তমান সময়ে দেখা যায় মানুষ পাঁচ টাকা দশ টাকা ও স্বাস্থ্য কাপড় মানুষকে দিয়ে তার যাকাতের দায় কমিয়ে দেয়।। আসলে আমাদের ইসলাম সেটা শিখায় না।।

আমি এমন কিছু মানুষ দেখেছি ধন-সম্পদ সবই আছে কিন্তু যাকাত দিতে যেয়ে অনেক হিসাব করে এবং ঠিকঠাক মতো যাকাতও দেয় না।।

 19 days ago 

আমার কাছে মনে হয় আমার যদি সামর্থ্য থাকে তাহলে আমি সেই পর্যন্ত একটা মানুষকে সাহায্য করবো যে পর্যন্ত একটা মানুষ নিজে স্বাবলম্বী না হতে পারে। ১০ টাকা ৫ টাকা দিয়ে কখনো যাকাতের হিসাব মেটানো যায় না যারা এরকম করছে একদিন তারা অবশ্যই আল্লাহর কাছে ধরা দিতে হবে কারণ আল্লাহ তায়ালা সম্পত্তি দিয়েছেন শুধুমাত্র নিজে খাওয়ার জন্য নয় দরিদ্র মানুষদের সহায়তা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 14 days ago 

যাকাত শুধুমাত্র টাকার অঙ্কে নয়, বরং এটি এক মহান দায়িত্ব যা সমাজের অসহায় মানুষদের কল্যাণে ব্যয় হওয়া উচিত। লোক দেখানো দান বা অসহায়দের অসম্মান করে সাহায্য করা কখনোই ধর্মসম্মত নয়। আমাদের উচিত যাকাত ও দানকে পরিশুদ্ধ মনোভাব নিয়ে করা, যাতে সত্যিকারের দরিদ্ররা উপকৃত হয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। খুব সুন্দর ও শিক্ষণীয় একটি লেখা!

 13 days ago 

এই দায়িত্বটা বর্তমান সময়ে মানুষ নিতে চায় না তারা মনে করে এটা হচ্ছে একটা লোক দেখানো সামাজিক কাজ তারা এটা করে এবং ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় এটা করা মোটেও ঠিক না ইসলাম ধর্মে আছে আপনার যত টাকা আছে তার উপরে ভিত্তি করে অবশ্যই আপনাকে যাকাত দিতে হবে আপনি যদি সঠিক সময় যাকাত দিতে না পারেন তাহলে পরবর্তীতে এর জন্য আপনাকে আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।