আমাদের সমাজে এরকম লোক আছে যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে কিন্তু ওরা যাকাত দেয় না। এরপরে আল্লাহ তায়ালা যখন বিপদে ফেলাই তখন আফসোস করে।
এখন যদি ৫ টাকাও গরিব-দুঃখীদের কে দান করে সেই জিনিসটা ও পানি ইন্টারনেটে পাওয়া যায় । হাদিসে আছে তোমার ডান হাতে দান করলে বাম হাতে যে জানতে না পারে।
আল্লাহ তাআলা আপনার স্বপ্ন পূরণ করুক যাতে আপনি মানুষগুলোর সাহায্য বা পাশে থাকতে পারেন।
আপনার টপিক টা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন তার সাথে শেয়ার করেছেন আমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
সমাজে বহু মানুষ আছে ভাই লাখ লাখ টাকা যাকাত করলেও তার সম্পদ কখনো কমে যাবে না কিন্তু তারা এত কম পরিমাণে যাকাত দেয় যেটা বলে বোঝানো সম্ভব না আবার কিছু মানুষ আছে যাকাতের নামে শুধুমাত্র মানুষকে হয়রানি করে আমার কাছে মনে হয় আপনার এক হাত যদি যাকাত দেয় অন্য হাত যেন না পায় জানতে না পারে বিষয়টা অবশ্যই মাথায় রাখা উচিত যাইহোক অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।