"একবার ভেবে দেখবেন ............."
![]() |
---|
একটা পরিবারকে টিকিয়ে রাখার জন্য, পরিবারের প্রতিটা সদস্যের সমান অধিকার থাকা খুব প্রয়োজন। ঠিক তেমনি সেই পরিবারের মধ্যে যখন কোন সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যা সমাধান করার জন্য পরিবারের প্রতিটা সদস্যের সমানভাবে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। আপনারা কতটুকু এই কথার সাথে সহমত পোষণ করবেন সেটা আমি জানিনা। তবে আমি আজকে বেশ কিছু কথা বলব। কথাগুলো হয়তো বা অনেকের খারাপ লাগতে পারে। আবার অনেকের কাছে এটা চাটুকারিতা ও লাগতে পারে। এতে আমার কোন কিছু যায় আসে না। আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি। সেই সাথে এই পরিবারের এসে আমি যতটুকু পেয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব।
কথায় বলে ১০ এ মিলি করি কাজ হারি-জিতি নাহি লাজ। ১০ জন মিলে যখন আমরা একটা কাজ করব। সে কাজের মধ্যে আমরা যদি জিতে যাই, তাহলে তো তার আনন্দ হবে দ্বিগুণ আর যদি হেরে যাই তাহলে তেমন কোন সমস্যা হবে না। কারণ আমরা দশজন দশ জায়গা থেকে সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব। আমাদের কমিউনিটিতে আমরা যখন প্রথম কাজ করা শুরু করেছিলাম। তখন অনেক মানুষ আমাদের সাথে ছিল অনেক আনন্দ ছিল। কমিউনিটির মধ্যে সবাই মিলে কাজ করছে কমিউনিটি একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আমরা এখান থেকে সাপোর্ট পাচ্ছি নিজেদের ওয়ালেট ভারী করছি। এর চাইতে বড় পাওয়া হয়তোবা আমার কাছে আর কিছুই নেই।
![]() |
---|
তবে সময়ের সাথে সাথে অনেকেই হারিয়ে গেছে। অনেকেই নিজেদের ওয়ালেটে থাকা স্টিম গুলো নিজেদের মতো করে তুলে নিয়েছে এবং এখান থেকে চলে গেছে। আবার অনেকে তুলে নিয়ে আবারো এখানের কাজ করছে। আমি কারো বিরুদ্ধে কোন কথা বলবো না। তবে একটা কথা অবশ্যই আমি বলব আপনার একটা পরিবারের এসেছেন। এখানে কাজ করা শুরু করেছেন। সেই পরিবারের ভালো সময় খারাপ সময় দুইটা জায়গায় আপনাদেরকে ধরে রাখতে হবে। শুধুমাত্র ভালো সময়ের পরিবারের সাথে থাকবেন খারাপ সময়ের পরিবারের সঙ্গ দেবেন না। এটা করা মোটেও ঠিক না। আমরা আমাদের পরিবারে জন্য কি করি, যখন সমস্যা হয় সেগুলো সমাধান করার চেষ্টা করি। আবার যখন পরিবারে কোনো আনন্দ থাকে, তখন সবাই একসাথে ভাগাভাগি করে সে আনন্দের মধ্যে মেতে উঠি।
কমিউনিটি একজনের দ্বারা কখনোই টিকে থাকতে পারে না। ২-৪ জন মিলে কমিউনিটি কখনোই টিকিয়ে রাখতে পারে না। একটা কমিউনিটি টিকিয়ে রাখার জন্য অবশ্যই সবার সাহায্যের প্রয়োজন। আমরা সবাই মিলে আগে যেভাবে কাজ করতাম। আগে যেভাবে নিজেদের এনগেজমেন্ট করে রাখার চেষ্টা করতাম, এখন আর সেটা অনেকের মধ্যেই দেখতে পাই না। আমি একা এনগেজমেন্ট ধরে রাখার চেষ্টা করছি বলে আমি কথাগুলো বলছি না। আমি আপনাদের ভালোর জন্য কথাগুলো বলছি। আমরা যদি আমাদের কমিউনিটির মধ্যে নিজের এংগেজমেন্ট বৃদ্ধি করতে পারি। এতে করে আমরা নিজেরা যেমন লাভবান হই। ঠিক তেমনি আমাদের কমিউনিটি যখন এক নাম্বার পর্যায়ে যায়, তখন কিন্তু আমাদের নাম সবার সামনে হাইলাইট হয়।
![]() |
---|
আপনি যখন এনগেজমেন্ট বৃদ্ধি করে আপনার নাম হাইলাইট করছেন। কমিউনিটির নাম হাইলাইট করছেন। তখন কিন্তু আপনি সবার সাথে পরিচিতি লাভ করছেন। এতে কমিউনিটি যেমন পরিচিতি লাভ করছে আপনি নিজেও সবার সামনে নিজেকে প্রকাশ করতে পারছেন। এক্ষেত্রে আমি বলব আমার পরিবার ও এগিয়ে যাচ্ছে আমি নিজেও এগিয়ে যাচ্ছি। আমি সবার কাছে হাতজোড় করে একটাই অনুরোধ করব। আগে যেভাবে টিউটোরিয়াল ক্লাসে আমরা অংশগ্রহণ করতাম। আগে যেভাবে হ্যাংআউট এর মধ্যে সবাই মিলে অংশগ্রহণ করতাম। এখন তো আর প্রতি সপ্তাহে করা হয় না। মাঝে মাঝে যখন করা হয়ে থাকে তখন আমরা অল্প কয়েকজন ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যায় না। আমি অনুরোধ করব নিজেদের জীবনের ব্যস্ততম সময় থেকে, অন্ততপক্ষে কিছুটা সময় এই পরিবারের মধ্যে দেয়ার চেষ্টা করেন।
আমি অনেকবার শুনেছি দিদি বলছে কমিউনিটি বন্ধ করে দেবে, এর একটাই কারণ আমরা সঠিকভাবে এখানে কাজ করছি না। আমরা আমাদের লেখা সঠিকভাবে শেয়ার করছি না। আমরা এনগেজমেন্ট সঠিকভাবে ধরে রাখছি না। আমরা সঠিকভাবে টিউটোরিয়াল ক্লাসে যুক্ত হচ্ছি না। আগে যেমন আমরা হ্যাংআউট করতাম সবাই মিলে আনন্দ করতাম, এখন আর সেটা হয় না। একটা পরিবার টিকিয়ে রাখার জন্য অবশ্যই কিছু নিয়মকানুন মেনে চলার প্রয়োজন আছে। আপনি যেমন আপনার পরিবারের মধ্যে সঠিক সময় পরিবারের কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করেন। ঠিক তেমনি এটা কেও একটা পরিবার মনে করে, অন্ততপক্ষে নিজের লেখা প্রতিদিন এখানে শেয়ার করার চেষ্টা করুন।
এখন হয়তোবা আমাদের যে কয়েন গুলো আমরা অর্জন করছি সেটার দাম অনেক কম। তবে ভবিষ্যতে এর দাম দ্বিগুণ হবেনা এটা আমি আপনি কখনোই বলতে পারবোনা। তাই আমি সবাইকে আবারও অনুরোধ করব নিজেদের জীবনের ব্যস্ততম সময় থেকে, এটাকে যদি আপনারা পরিবার মনে করে থাকেন। এই কমিউনিটির মধ্যে থেকে যদি সামান্য পরিমাণে হলেও উপার্জন করে থাকেন। তাহলে অবশ্যই এখানে কিছুটা হলেও সময় দেয়ার চেষ্টা করুন। কারণ প্রতিনিয়ত এভাবে যদি আমরা কাজ করতে থাকি। তাহলে যে কোন মুহূর্তে আমাদের এই পরিবার হারিয়ে যেতে পারে, আর কমিউনিটির মধ্যে কাজ করা কতটা সুবিধা জনক, সেটা আমরা বেশ ভালোভাবেই জানি। আমাদের মত যারা কিনা আগে কমিউনিটি ছাড়া কাজ করেছি।
![]() |
---|
কমিউনিটি হচ্ছে একটা পরিবারের মত। যেখানে আপনার সমস্যা হলে সমাধান করার জন্য অনেকেই এগিয়ে আসবে। আপনি এখন ভোট না পেলে কমিউনিটির মধ্যে এসে জিজ্ঞেস করেন, আমি কেন সাপোর্ট পাইনি। কিন্তু যদি কমিউনিটি একবার হারিয়ে যায়, তাহলে আপনি এই কথাটা কার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, অবশ্যই নিজেকে একবার প্রশ্ন করবেন। আমি আবারো আপনাদেরকে অনুরোধ করব পরিবারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করুন। কারণ পরিবার যদি একবার ভেঙ্গে যায়, সেটাকে গড়ে তোলাটা আমার আপনার পক্ষে কখনোই সম্ভব না।
তাই একটা পরিবারের মধ্যে আছেন সেটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। নিজেরাও এখানে কিছু করার চেষ্টা করুন। ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু আপনি এখান থেকে করতে পারবেন। যদি আমার কথায় কারো মনে কোন কষ্ট গিয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা করবেন। কারণ আমি কাউকে কষ্ট দিয়ে কোন কথা এখানে বলেছি বলে আমার মনে হয় না। দিদি আপনার কাছেও আমি ক্ষমা চাইছি। যদি কোন ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন।
@rubina203 অসাধারণ লিখেছেন! জানিনা কেউ লেখাটি পড়বে কি পড়বে না! তবে, সত্যি যদি কেউ পড়েন তাহলে তারা ভাবতে বাধ্য হবে আপনার উল্লেখিত বিষয়গুলো একটুও মানবিকতা অবশিষ্ট থাকে!
আমার মনে হয় যারা অতীত ভুলে যায়, তাদের বর্তমান এবং ভবিষ্যত কোনো কিছুই সুখকর হয়না।
কারণ, পিছনের শিক্ষাই আমাদের আগামী দিনের পাথেয়।
খুব ভালো লাগলো শুধু নয় মন ছুঁয়ে গেছে আপনার লেখা তাই লেখাটি resteem করে নিজের কাছে রাখলাম।
ভালো থাকুন সবসময় আর অব্যাহত থাকুক আপনার এই স্বাস্থ্যকর চিন্তাধারা এই কামনা করি।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
কি আর বলবো দিদি আমি এই পরিবারের সাথে দীর্ঘ সময় ধরে আছি। ইনশাল্লাহ আল্লাহ যদি চান আর এই পরিবার যদি টিকে থাকে আমি যত দিন লিখতে পারবো ঠিক তত দিন এই পরিবারের মধ্যে নিজের লেখা শেয়ার করার চেষ্টা করব। অতীত ভুলে যাওয়াটা সহজ না।আর যারা ভুলে যায় তারা জীবনে কিছুই করতে পারবেন না।
আমি আমার শিকড় উপড়ে ফেলে দিয়ে কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না।শিকড় সাথে রেখে আমাকে এগিয়ে যেতে হবে। তাহলেই আমি সফলতার সাথে দেখা করতে পারবো। আমি সবাইকে বলবো নিজেদের অবস্থান তৈরি করে নিন,আর জায়গায় টা ধরে রাখার চেষ্টা করুন।সময় হয়তোবা খারাপ তবে ভবিষ্যত সুন্দর অবশ্যই হবে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য ভালো থাকবেন।