You are viewing a single comment's thread from:

RE: "একবার ভেবে দেখবেন ............."

in Incredible Indialast month

@rubina203 অসাধারণ লিখেছেন! জানিনা কেউ লেখাটি পড়বে কি পড়বে না! তবে, সত্যি যদি কেউ পড়েন তাহলে তারা ভাবতে বাধ্য হবে আপনার উল্লেখিত বিষয়গুলো একটুও মানবিকতা অবশিষ্ট থাকে!

আমার মনে হয় যারা অতীত ভুলে যায়, তাদের বর্তমান এবং ভবিষ্যত কোনো কিছুই সুখকর হয়না।

কারণ, পিছনের শিক্ষাই আমাদের আগামী দিনের পাথেয়।
খুব ভালো লাগলো শুধু নয় মন ছুঁয়ে গেছে আপনার লেখা তাই লেখাটি resteem করে নিজের কাছে রাখলাম।

ভালো থাকুন সবসময় আর অব্যাহত থাকুক আপনার এই স্বাস্থ্যকর চিন্তাধারা এই কামনা করি।

Sort:  
 last month 

কি আর বলবো দিদি আমি এই পরিবারের সাথে দীর্ঘ সময় ধরে আছি। ইনশাল্লাহ আল্লাহ যদি চান আর এই পরিবার যদি টিকে থাকে আমি যত দিন লিখতে পারবো ঠিক তত দিন এই পরিবারের মধ্যে নিজের লেখা শেয়ার করার চেষ্টা করব। অতীত ভুলে যাওয়াটা সহজ না।আর যারা ভুলে যায় তারা জীবনে কিছুই করতে পারবেন না।

আমি আমার শিকড় উপড়ে ফেলে দিয়ে কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না।শিকড় সাথে রেখে আমাকে এগিয়ে যেতে হবে। তাহলেই আমি সফলতার সাথে দেখা করতে পারবো। আমি সবাইকে বলবো নিজেদের অবস্থান তৈরি করে নিন,আর জায়গায় টা ধরে রাখার চেষ্টা করুন।সময় হয়তোবা খারাপ তবে ভবিষ্যত সুন্দর অবশ্যই হবে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য ভালো থাকবেন।