RE: আমার তোলা রেনডম কিছু ফুলের ফটোগ্রাফি 🌼🌼
আমার মামার বাড়ির পিছনে মস্ত এক লিচু গাছ ছিল লিচু গাছে প্রচুর মুকুল আসতো। কিন্তু সেভাবে কোনদিনই কাছ থেকে দেখা হয়ে ওঠেনি লিচু গাছে মুকুল এত সুন্দর দেখতে লাগে। আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে লিচু গাছের মুকুল গুলো শেয়ার করেছেন সত্যিই অপূর্ব লাগছে। লিচু গাছের মুকুল কেন এত ঝরে যায় সেটাও জানা ছিল না আপনার পোস্ট করে জানতে পারলাম না। এরপরে শেয়ার করেছেন করলা ফুলের ছবি এই গাছগুলো সাধারণত বনে জঙ্গলে এইসব জায়গাতেই হয়। ছোটবেলায় যখন আমরা বাইরে মাঠে খেলাধুলা করে বেড়াতাম তখন দেখতাম এই গেছে প্রচুর ফুল ফুটে থাকতো ঠিক কিছুদিন পরে আবার গিয়ে গাছগুলোতে খুজতাম যে করলা ধরেছে কিনা। যাইহোক আপনার পোস্টে করোনা ফুলের ছবি দেখে সেই ছেলেবেলার কথা মনে পড়ে গেল খুঁজতে খুঁজতে যদি কোন মতে একটা করোলা খুঁজে পেতাম সেটাই খুব আনন্দ সহকারে বাড়ি নিয়ে চলে আসতাম। শেষের ফুলটি সত্যি ভীষণ উপকার আমার যত সম্ভব মনে হয় ফুলটি দেখে মনে হচ্ছে কিশোরী পাতা গাছের ফুল। সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।