আমার তোলা রেনডম কিছু ফুলের ফটোগ্রাফি 🌼🌼

in Incredible India13 days ago

IMG_20250329_163644.jpg

HELLO▶

Everyone

কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আপনাদের মাঝে আমার কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য ,, তাহলে চলো শুরু করা যাক ৷


প্রথম ফুলের ফটোগ্রাফি টা হলো লিচু গাছের ফুলের ফটোগ্রাফি ৷ বর্তমান সময়ে গ্রাষ্মকালীন ফুল অনেক দেখতে পাওয়া যায় তার মধ্যে বেশীর ভাগ ফুল হয়ে থাকে ফল মুলের গাছের মধ্যে ৷

যেমন বর্তমান সময়ে লিচু গাছের মধ্যে প্রচুর ফুল ধরেছে আর এই ফুল থেকেই লিচু গাছে ফল ধরে থাকবে তেমনি অন্যান্য আরো অনেক ফলের গাছের রয়েছে যেখানে শুরুতে ফুল আসবে তারপর ফল ধরে থাকবে ৷

যাই হোক লিচু গাছের ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে ৷ শুরুতে তেমন ফুল দেখতে পাওয়া যায় না আস্তে আস্তে যখন ফুলের কলি গুলো বড় হতে থাকে তখন ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর লাগে ৷

IMG_20250329_164745.jpg

আর এই লিচু গাছে থাকা ফুল গুলো খুব তারাতারি ঝরে পরে যায় কারণ লিচু গাছে যতগুলো ফুল দেখতে পাওয়ার যায় তা অর্ধেক এর ও বেশী গাছ থেকে ঝরে পরে যায় ৷

তবে মজার বিষয় হলো এই লিচু গাছের ফুলে মধু পাওয়া যায় যে মধু গুলো সংগ্রহ করতে নানা ধরনের ছোট ছোট মাছি গুলো এই ফুল গুলোর চারপাশে ঘুরতে থাকে ৷ ফলে সেই মাছি গুলো স্পর্শে ফুল গুলো প্রতিদিন ঝরতে থাকে ৷

IMG_20250329_164943.jpg

সাধারনত একটি একটি জংলি করলা ফুলের ফটোগ্রাফি ৷ আজকে দুপুর বেলা ১২ টার সময় আমাদের বাড়ির পাশে একটি ঝোপঝাড় থেকে এই জংলি করলা ফুলের ছবি গুলো আমার ফোনে ক্যামেরা বন্দি করে নিয়েছি ৷

ফুলটি হলুদ রঙের তারপর পাঁচ বিশিষ্ট পাঁপড়ি রয়েছে সব মিলিয়ে ফুল টি দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে ৷ তবে এই জংলি করলা গুলো তেমন ক্ষতিকর না হলেও তারপর মানুষজন এই জংলি গাছ থেকে সবসময় দুরেই থাকে বা দুরে থাকাটাই অতি উত্তম ৷

IMG_20250329_165800.jpg

তবে আমি শুনেছি এই জংলি করলা গাছের শিকর থেকে প্রাকৃতিক উপায়ে নানা ধরনের রোগের ঔষুধ তৈরি করা হয়ে থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারে আসে ৷

তবে বর্তমান যুগের মানুষেরা এইসব গাছগাছড়ার ঔষুধ আর ব্যবহার করে থাকে না ৷ এবং কি আগের মানুষের কথা গুলোও তেমন ভাবে গুরুত্ব দেওয়া হয় না ৷

IMG_20250329_171628.jpg

সাধারনত এটি একটি ঘাস ফুল যেই ঘাস ফুলের একটি নাম ও রয়েছে সেটা হলো কালা কাচারি যেটা আমাদের শরীরে জন্য উপকারে আসে ৷

এই ঘাস ফুল গুলো আমাদের বাড়ির ধান ক্ষেতের জমির আল থেকে ফটোগ্রাফি করেছি তবে আগে এই ঘাস ফুল গুলো খুব দেখা যেত কিন্তু বর্তমান সময়ে তেমন একটা দেখা যায় না ৷

যাই হোক এই কালা কাচারি ঘাস ফুল এক ধরনের ঔষুধের কাজ করে থাকে যেমন, আমার বা আপনার শরীরের যে কোন অংশে পুরে গেলে সেটা সাদা সাদা দাগ সৃষ্টি হয় আর সেই সাদা দাগ গুলো কালো দাগে রূপান্তরিত করার জন্য এই কালা কাচারি ঘাস ফুলের গাছ টি এক ধরনের ঔষুধ তৈরি করা হতো যেটা আগেকার মানুষ গুলো অনেক উপকার পেয়েছিলো ৷

তো বন্ধুরা আজকে এই ছিল আমার রেনডম কিছু ফুলের ফটোগ্রাফি ৷ যা আপনাদের মাঝে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

ধন্যবাদ সবাইকে🙏🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসRedmi note 13 pro +
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcsUhSBkR263BW3aGFrDJ4LY4NAcqRpChuw63auxR2oHphrAU559PgwAbnwHoQWQKzZva17V7WKMAKJvwX9UxnTbAxXty.gif

Sort:  
Loading...
 12 days ago 

বরাবরের ন্যায় আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ লাগছে। এখন প্রতিটা আম গাছে যেমন আমের বোল বের হয় তেমনই লিচু গাছেও ফুল ফোটে। আমাদের বাড়িতেও লিচু গাছ রয়েছে তবে ফুলগুলো সব ঝরে যাচ্ছে। গাছে নিয়মিত জল স্প্রে করলেও লাভ হচ্ছে না।

একজন পুরানো ইউজার হিসাবে আপনার ডিসকর্ডে একটিভ থাকা উচিত, তবে আপনাকে
খুব একটা পাওয়া যায় না ডিসকর্ডে। আপনার সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা আছে তাই ডিসকর্ডে একটিভ থাকার অনুরোধ রইলো। ভালো থাকবেন।

 12 days ago 

আমাদের গাছেও প্রচুর পরিমাণে লিচু ফুল ধরেছে তবে ফলনের ক্ষেত্রে দেখলাম সব ঝরে পড়ে আছে ফল একবারেই নেই বললেই চলে জানি না এবার বৃষ্টি না হওয়ার কারণে কোন কিছুই হচ্ছে না আম গাছে যে পরিমাণ মুকুল হয়েছিল সেই পরিমাণে আম এখন আর দেখা যায় না যাই হোক অসংখ্য ধন্যবাদ আবারো চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 12 days ago 

আমার মামার বাড়ির পিছনে মস্ত এক লিচু গাছ ছিল লিচু গাছে প্রচুর মুকুল আসতো। কিন্তু সেভাবে কোনদিনই কাছ থেকে দেখা হয়ে ওঠেনি লিচু গাছে মুকুল এত সুন্দর দেখতে লাগে। আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে লিচু গাছের মুকুল গুলো শেয়ার করেছেন সত্যিই অপূর্ব লাগছে। লিচু গাছের মুকুল কেন এত ঝরে যায় সেটাও জানা ছিল না আপনার পোস্ট করে জানতে পারলাম না। এরপরে শেয়ার করেছেন করলা ফুলের ছবি এই গাছগুলো সাধারণত বনে জঙ্গলে এইসব জায়গাতেই হয়। ছোটবেলায় যখন আমরা বাইরে মাঠে খেলাধুলা করে বেড়াতাম তখন দেখতাম এই গেছে প্রচুর ফুল ফুটে থাকতো ঠিক কিছুদিন পরে আবার গিয়ে গাছগুলোতে খুজতাম যে করলা ধরেছে কিনা। যাইহোক আপনার পোস্টে করোনা ফুলের ছবি দেখে সেই ছেলেবেলার কথা মনে পড়ে গেল খুঁজতে খুঁজতে যদি কোন মতে একটা করোলা খুঁজে পেতাম সেটাই খুব আনন্দ সহকারে বাড়ি নিয়ে চলে আসতাম। শেষের ফুলটি সত্যি ভীষণ উপকার আমার যত সম্ভব মনে হয় ফুলটি দেখে মনে হচ্ছে কিশোরী পাতা গাছের ফুল। সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।