Contest of January#2 by @sduttaskitchen| Three things I like about the steemit platform.

in Incredible Indialast year

Black Islamic Quote Instagram Post.pngPhoto edited by canva

Hello,

Everyone,

Hi, I am Karobi Amin I am from Bangladesh, Steemit platform my user ID is @karobiamin71, First of all I would like to thank @sduttaskitchen ma'am for organizing a contest on a very nice topic, I am very happy to participate in this contest. I can present my opinion to you through the contest, so let's start without delay:-
M7YJgYmt9DySNyfn7j5EQjjBS341dHKxM1wMm7mTMfXe8m5BZm2TSNuyC2FN4qQG93idHyPv19z9YX3aXBiH5fPVd2ia1QV387b2ZiLXnx...GzmTDucpVumVLZo3H3rqjjtrKNQccEYnQKGhqbDFaFgaFN2Wf6xYmkPtaFoCbxsyAdj3u2ezEgiRQNURpdfSWuS4dzpeD5LKpYJoEDPbpaUa9gGiYjyhpMz382.png
এমন একটা সময় ছিল, ওই সময় টা তে সব সময় নিজেকে ব্যস্ত রাখার জন্য চেষ্টা করতাম তবে, কিভাবে নিজেকে ব্যস্ত রাখা যায় সেই বুদ্ধি আমার জানা ছিল না,সত্যি কথা বলতে আমি এক চক্রের মাধ্যমে এই প্ল্যাটফর্মে পা দিয়েছি, তখন আমার এই প্ল্যাটফর্ম সম্পর্কে কোন কিছু জানা ছিল না, শুধু আমার নয়,আমার মনে হয়, আমার গ্রাম বা, আমার থানার তেমন কোনো একটা মানুষ এই প্ল্যাটফর্ম সম্পর্কে অবগত ছিল না তবে, মানুষ আমার সাথে প্রতারণা করলেও আমি কিন্তু এই সময়টা কে সঠিক ভাবে কাজে লাগাছি,, এই প্লাটফর্ম থেকে অর্থের পাশাপাশি অনেক জ্ঞান আমি অর্জন করতে পেরেছি ,,এটা আমার কাছে অনেক বড় পাওয়া।

I Love You Facebook Cover.png canva

Which three things do you like about the steemit platform? Share your justifications for those reasons.

বিশেষ করে এই প্রশ্নের উত্তর টা আমার কাছে বেশ ভালো লেগেছে,,এই প্ল্যাটফর্ম সম্পর্কে আমার তিনটি পছন্দের জিনিস আপনাদের কে জানাবো

প্রথমত,

বলতে গেলে, এই প্লাটফর্মে আমি অনেক কিছু এই পছন্দ করি তবে তার মধ্যে আমার প্রথমটি হলো, প্ল্যাটফর্মে আমি আমার ভালোলাগা, খারাপ লাগার, মনের ভাষাটা কে শেয়ার করতে পারি। এক কথায় বলতে গেলে, জীবনে কিছু কিছু মুহূর্ত স্মৃতির পাতায় স্মরণীয় করে রাখতে পারি। হয়তো একদিন আমি থাকবো না তবে, আমার এই লেখাগুলো এই প্লাটফর্মে রয়ে যাবে সব সময়, এই পৃথিবীতে না থেকেও মানুষের মাঝে বেঁচে থাকতে পারবো।
M7YJgYmt9DySNyfn7j5EQjjBS341dHKxM1wMm7mTMfXe8m5BZm2TSNuyC2FN4qQG93idHyPv19z9YX3aXBiH5fPVd2ia1QV387b2ZiLXnx...GzmTDucpVumVLZo3H3rqjjtrKNQccEYnQKGhqbDFaFgaFN2Wf6xYmkPtaFoCbxsyAdj3u2ezEgiRQNURpdfSWuS4dzpeD5LKpYJoEDPbpaUa9gGiYjyhpMz382.png

দ্বিতীয়ত,

এক প্ল্যাটফর্মে আমি সব ধরনের পোস্ট করতে পারি ডেইলি ডায়েরি গেম, রেসিপি, ভালোলাগার কোন বিষয়ের উপরে, এছাড়াও সবচেয়ে ভালো একটি দিক হলো এই পোস্ট গুলোর মাধ্যমে দেশ এবং দেশের বাহিরে বন্ধুদের সাথে কথা আদান প্রদান করতে পারি। এবং তাদের জীবন সম্পর্কে জানতে পারি, সেখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারে যেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া কারণ, আমি মনে করি শেখার ইচ্ছা থাকলে একটা লাইন পড়ার মাধ্যমে অনেক কিছু শিক্ষা নেওয়া যায়।
M7YJgYmt9DySNyfn7j5EQjjBS341dHKxM1wMm7mTMfXe8m5BZm2TSNuyC2FN4qQG93idHyPv19z9YX3aXBiH5fPVd2ia1QV387b2ZiLXnx...GzmTDucpVumVLZo3H3rqjjtrKNQccEYnQKGhqbDFaFgaFN2Wf6xYmkPtaFoCbxsyAdj3u2ezEgiRQNURpdfSWuS4dzpeD5LKpYJoEDPbpaUa9gGiYjyhpMz382.png

তৃতীয়ত,

এই প্লাটফর্মে আমি অনেক কিছু পেয়েছি এবং ভালোলাগার আর একটা কারণ হলো, নিজের সময়টাকে খারাপ ভাবে কাজে না লাগিয়ে। এই প্ল্যাটফর্মে দুটি অক্ষর লেখার মাধ্যমে যদি কিছু শেখা যায়, জ্ঞান টা কে আরো বৃদ্ধি করা যায়, সেই সাথে নিজের ওয়ালেটে ও যদি কিছু জমানো যায় তাহলে মন্দ কি! শুধু যে নিজে লিখছি তা না,, বিভিন্ন মানুষের লেখা পড়েও কিন্তুু আমরা অনেক অজানা সম্পর্কে জানতে পারি। আর সেজন্য এই আমার ভালো লাগার চোখে এই প্ল্যাটফর্ম।

pixabay

Which challenges did you face after joining this platform? And did you overcome them?

এটা ছিল আমার এই এস্টিমেট প্ল্যাটফর্ম এ আসার পরে সবচেয়ে খারাপ একটা অভিজ্ঞতা। আমি কখনো কল্পনাও করতে পারি নি আমাকে এরকম একটা খারাপ অভিজ্ঞতার মাধ্যে দিয়ে যেতে হবে। এই প্লাটফর্ম স্বাধীন যেখানে খুশি সেখানে আমি লিখতে পারি, তবে আমাকে চক্রান্তকারী বলেছিল না লিখতে, এবং বাধা দেওয়ার চেষ্টা করলেও আমি তার দিকে ফিরেও তাকাই নি
M7YJgYmt9DySNyfn7j5EQjjBS341dHKxM1wMm7mTMfXe8m5BZm2TSNuyC2FN4qQG93idHyPv19z9YX3aXBiH5fPVd2ia1QV387b2ZiLXnx...GzmTDucpVumVLZo3H3rqjjtrKNQccEYnQKGhqbDFaFgaFN2Wf6xYmkPtaFoCbxsyAdj3u2ezEgiRQNURpdfSWuS4dzpeD5LKpYJoEDPbpaUa9gGiYjyhpMz382.png
কারণ, জীবন আমার তাই সিদ্ধান্ত আমার এই প্লাটফর্মে যখন এসেছি তখন আমি এই প্লাটফর্মের কাজ করবো, আর ওই চক্রান্তকারী কিন্তুু পিছনে রয়ে গিয়েছে, কারণ তার প্রাপ্য ওটাই ছিল 'কখনো কাউকে ঠকিয়ে নিজেকে অনেক বড় করা যায় না।' তবে, ইনশাল্লাহ আমি সেই খারাপ সময়টা কে পার করে আসতে পেরেছি ।

I Love You Facebook Cover.pngPhoto edited by canva

What is your perspective on the future of the steemit platform? If you have any suggestion related to the same share it.

স্টিমেট প্ল্যাটফর্মের জন্য আমার ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি হলো‌। আমি মনে করি, এটা আমার মাথার উপরে বাড়ির ছাদের মত আমার পাশে আছে এই প্লাটফর্ম। আমি চাইবো এই প্লাটফর্মে নতুন নতুন ইউজার তাদের দক্ষতা কে কাজে লাগিয়ে, তাদের অবসর সময়টা কে নষ্ট না করুক, এবং এই প্ল্যাটফর্মকে আরো বেশি শক্তিশালী করে তুলুক। ভবিষ্যতে অনেক টা দূর এগিয়ে যাক এ প্ল্যাটফর্ম।আমার জানার মধ্যে স্টিমেট প্ল্যাটফর্ম অপব্যবহার মুক্ত তাই এই প্ল্যাটফর্ম কে শীর্ষে দেখতে চাই আমি এবং এই স্টিমেট প্ল্যাটফর্ম দীর্ঘজীবী হোক ও এই প্ল্যাটফর্ম আমার ভালোবাসার 💖💖।

বন্ধুরা,

আমি চেষ্টা করেছি তিনটি প্রশ্নের উত্তর সঠিক ভাবে দেওয়ার জন্য। বাকি টা আপনারা বুঝে নিবেন, যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে

ও হ্যাঁ আমি আমার কিছু বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি @piya3,@jakaria121,@sayeedasultana, @isratjahanpriya, @pijushmitra, এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg13dbw9cQZbWBAMsz6ohqaqkrCm7KQkkehxGNGyBHUtdhA93eZcSchXaVXZysREMB8zjUwUs3U28Dgq5...6GDBNJCmAd5JNGWLPSkuM888uyEzyBgMoeFJwAqVPrXj9kr2ZxfAAZ52YNYHTgxako2YfB8eBek887u6aX6V6xSrNFswxpNSqg9oo9aGj9PXQiHCj9R7TnZTvn.png

Sort:  
 last year 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

আপনি প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে উত্তর দিয়েছেন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমাদের সময় গুলো অন্য কোন খারাপ জায়গায় দেয় না করে এখানে যদি আমরা ব্যয় করি তাহলে এ থেকে কিছু শিখতে পারবো আবার কিছু ইনকাম করতে পারব।

আপনার ভালোলাগার তিনটি বিষয় বেশ চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য।

Loading...
 last year 

ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অবশ্যই আমি চেষ্টা করব অংশগ্রহণ করার জন্য।

 last year 

স্টিম প্লাটফর্মে আপনার ভালো লাগার জায়গা গুলো আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। তবে তৃতীয় প্রশ্ন আমাদেরকে বলা হয়েছিল। স্টিম প্লাটফর্মের ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করার জন্য। বিষয়টা যদি একটু খেয়াল করতেন তাহলে মনে হয় ভালো হতো। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 last year 

একটা প্রভাত রয়েছে যে ঠকায় সে হয়তো চালাক হতে পারে কিন্তু যে ঠকে সে কিন্তু বোকা নয় সে হলো বিশ্বাসী। আর আপনি যে চক্রের মাধ্যমে এসেছিলেন আপনি তাকে বিশ্বাস করে এসেছিলেন।।

আর হ্যাঁ আজকের এই প্রতিযোগিতার যে বিষয়টি ছিল আপনি তার আলোকে আপনার মত করে খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।। আপনি এই প্লাটফর্মের যে তিনটা বিষয় বলেছেন তার সাথে আমি সহমত পোষণ করছি।। সেই সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে আপনার মতামত প্রকাশ করার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য,
মাঝেমধ্যে এটাই মনে হয় হয়তো সে আমাকে একটা চক্রের মাধ্যমে এনে দিয়েছিল কিন্তু আজ আমি আলহামদুলিল্লাহ,
একটা ভালোবাসার জায়গা পেয়েছি এই প্ল্যাটফর্মে। এবং নিজেকে অনেকটা দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।

 last year 

ভুল থেকে মানুষ শিক্ষা পায়। আবার ভুলের কারণেই মানুষ অনেক কিছু পাই।।

 last year 

ধন্যবাদ কন্টেস্টে অংশ নেয়ার জন্যে। এটা সত্য যে বেশ কিছু প্রপ্তারক সাধারণ ইউজারদের ইউজ করে টাকা হাতিয়ে নিচ্ছে, ইতোমধ্যেই তাদের বিরুদ্ধে একশন নেয়া হয়েছে। আমি চাই স্টিমিট জার্নি নতুন্দের জন্যে আরো মশৃন হোক। আর আপনার সাথে একমত যে এটি বাড়ির ছাদের মত। আমাদের বিপদের বন্ধু।

hola todos tuvimos un inicio dificil pero el luchar y luchar hace que no se abandone

 last year 

ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি অভিমত প্রকাশ করার জন্য।

 last year 

এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ৷ আপনি এই প্রতিযোগীতায় তিনটি প্রশ্নের উত্তর বেশ সুন্দর ভাবে উল্লেখ করেছেন ৷

যাই হোক আপনার এই প্রতিযোগীতায় সফলতা কামনা করি ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ নিজের প্রতি খেয়াল রাখবেন ৷ দিনটি আপনার শুভ হোক ৷