You are viewing a single comment's thread from:
RE: Contest of January#2 by @sduttaskitchen| Three things I like about the steemit platform.
একটা প্রভাত রয়েছে যে ঠকায় সে হয়তো চালাক হতে পারে কিন্তু যে ঠকে সে কিন্তু বোকা নয় সে হলো বিশ্বাসী। আর আপনি যে চক্রের মাধ্যমে এসেছিলেন আপনি তাকে বিশ্বাস করে এসেছিলেন।।
আর হ্যাঁ আজকের এই প্রতিযোগিতার যে বিষয়টি ছিল আপনি তার আলোকে আপনার মত করে খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।। আপনি এই প্লাটফর্মের যে তিনটা বিষয় বলেছেন তার সাথে আমি সহমত পোষণ করছি।। সেই সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে আপনার মতামত প্রকাশ করার জন্য।
ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য,
মাঝেমধ্যে এটাই মনে হয় হয়তো সে আমাকে একটা চক্রের মাধ্যমে এনে দিয়েছিল কিন্তু আজ আমি আলহামদুলিল্লাহ,
একটা ভালোবাসার জায়গা পেয়েছি এই প্ল্যাটফর্মে। এবং নিজেকে অনেকটা দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
ভুল থেকে মানুষ শিক্ষা পায়। আবার ভুলের কারণেই মানুষ অনেক কিছু পাই।।