এইচ.এস.সি. পরীক্ষা-২০১৮ বাংলা প্রথম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা ( উত্তরমালা)
১.চুরি করার প্রয়োজন নেই বলে কারা চুরি করেনা?
উত্তর: (ক) ধনীরা
২.উদ্দিপকের শফিক ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি
উত্তর: (খ) হরিশ
৩.কোন কারণে উদ্দিপকের আদিব ও ‘অপরিচিতা’ গল্পের অনুপম সাদৃশ্যপূর্ণ?
উত্তর: (গ) ii ও iii
৪.”গ্রামের ছেলে গ্রামে বাস করবে।”______ ‘আহ্বান’ গল্পের এই বাক্যে প্রকাশ পেয়েছে গ্রামের প্রতি/উপর____
উত্তর: (গ) অধিকার
৫.’মহাজাগতিক কিউরেটর’ গল্পে প্রাণের শুরু হয়েছে কোনটি থেকে?
উত্তর: (ঘ) ভাইরাস
৬.”স্বচক্ষে দেখেছ রক্ষঃশ্রেষ্ঠ, পরাক্রম দাসের!”_______ নিজেকে দাস বলার পিছনে মেঘনাদের কোন মনোভাবটি ক্রিয়াশীল?
উত্তর: (গ) অহমিকা
৭.’লোক লোকান্তর’ কবিতায় “আহত কবির গান”______ পঙক্তিটিতে কবি আহত কেন?
উত্তর: (গ) স্বপ্ন ও বাস্তবতার টানাপোড়নে
৮.আমার পথ প্রবন্ধ ও উদ্দিপকে উল্লিখিত কোন অভিন্ন কারণে শম্ভু মামুনের বাড়িতে যাওয়া থেকে বিরত থাকে?
উত্তর: (ক) ধর্মীয় গোঁড়ামি
৯.উদ্দিপকের শম্ভুর সাথে ‘আমার পথ’ প্রবন্ধের লেখকের স্বাতন্ত্র্য কীসে?
উত্তর: (গ) সংস্কৃতিতে
১০.কোন নদীর কাজল বুকে পালিতে গলিত হেম?
উত্তর: (গ) সুরমা
১১.চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠেনা কেন?
উত্তর: (গ) মুক্তিযুদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়
১২.উদ্দীপকের মুন্না ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়?
উত্তর: (ক) কবি
১৩.উদ্দীপকে ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় যুগপৎভাবে ফুঠে উঠেছে____
উত্তর: (ঘ) i,iiও iii
১৪.”কেন এই পন্ডশ্রম, মগজে হানিছ শূল।” ______ কবি কেন এমন উক্তি করেছেন?
উত্তর: (খ) বিভিন্ন ধর্মগ্রন্থ মুখস্থ করায়
১৫.সিরাজউদ্দৌলা প্রজাসাধারণের কাছে নিজেকে অপরাধী মনে করার অন্তর্নিহিত কারণ, তিনি____
উত্তর: (ক) প্রজাদের সুখ-স্বাচ্ছন্দ্যের বিধান করতে পারে নি
প্রতি পরীক্ষার পর দুপুর ১:৩০ হইতে আপনার প্রশ্নপ্রত্র মিলিয়ে নিন
১৬.’ঐকতান’ কবিতার কবি অক্ষয় উৎসাহে কী পড়েন?
উত্তর: (গ) ভ্রমণবৃত্তান্ত
১৭.’লালসালু’ উপন্যাসে কোচবিদ্ধ হয়ে নিহত হয় কে?
উত্তর: (গ) ছমিরুদ্দিন
১৮.’আঠারো বছর বয়স’ কবিতায় উল্লিখিত আঠারো বছর বয়সের কোন বৈশিষ্ট্যটি উদ্দিপকে ফুটে উঠেছে?
উত্তর: (ক) আত্মপ্রত্যয়
১৯.নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে?
উত্তর: (ঘ) এ বয়সে তাই নেই কোন সংশয়
২০.নুসরত শাহের আশরাফপুর শিলালিপি কোন হরফে লেখা?
উত্তর: (গ) তুঘরা
২১.মোতাহের হোসেন চৌধুরী বৃক্ষের জীবনে কোন দুটি জিনিস উপলব্ধি করার পক্ষপাতী?
উত্তর: (ঘ) স্থৈর্য ও নীরবতা
২২.উদ্দীপকের সৌদামিনীর স্বামীর মধ্যে “লালসালু” উপন্যাসের কোন চরিত্রের মানসিকতা বিদ্যমান?
উত্তর: (গ) মজিদের
২৩.উদ্দীপকে এবং লালসালু উপন্যাসে আমাদের সমাজের কোন অসঙ্গতি বিদ্যমান?
উত্তর: (খ) বহুবিবাহ
২৪.”দারোগাবাবু এসে বসে আছেন বাবুর সাথে ।” ‘মাসিপিসি’ গল্পের এ বাক্যে প্রকাশ পায়____
উত্তর: (গ) iiও iii
২৫.’বায়ান্নর দিনগুলো’ রচনার কথকের সত্তায় কী লক্ষ্য করা যায়?
উত্তর: (ক) দৃঢ়চেতা মনোভাব
২৬.’ফ্রেবুয়ারী ১৯৬৯’ কবিতার লক্ষনীয় বিষয়___
উত্তর: (ঘ) i,iiও iii
২৭.’এই পৃথিবীতে এক স্থানে আছে’ কবিতায় ধানের গন্ধের মতো অস্ফুট কে?
উত্তর: (গ) লক্ষ্মীপেঁচা
২৮.উদ্দীপকের কালামের সাথে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রকে তুলনা করা যায়?
উত্তর: (গ) সাঁফ্রে
২৯.এরূপ তুলনার কারণ, উভয়েই____
উত্তর: (ঘ) i,iiও iii
৩০.’সেই অস্ত্র’ কবিতায় কবির কাঙ্ক্ষিত অস্ত্র উত্তোলিত হলে কী খাঁ খাঁ করবে না?
উত্তর: (খ) গৃহস্থালি
Congratulations @prattay! You received a personal award!
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!