Details About the Lebu Techno Steem Community (LTS) Policy,Rules and Others | #Club75 | by @doctorstrips

in Lebu Techno Steem3 years ago (edited)

আসসালামুয়ালাইকুম,

সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তস্থল হতে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন।

আশা করি আপনারা খুব ভালো আছেন এবং সুন্দর জীবন যাপন অতিবাহিত করছেন ।
আমিও আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় খুব ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে আমার লেবু টেকনো স্টিম সম্প্রদায়টি উপস্থাপন করতে যাচ্ছি।

প্রথমে লেবু টেকনো স্টিম সম্প্রদায়ের পোস্টার বা ব্যানার ফটো যা মোবাইল অ্যাপসের মাধ্যমে তৈরি করা ফটো নিচে দেওয়া হল।

Picsart_22-06-30_17-14-15-842.png

তারপর মোবাইল অ্যাপ্লিকেশন পিকসআর্ট এর সাহায্য নিয়ে এই কমিউনিটির প্রোফাইল পিকচার বানিয়ে নিচে দেয়া হল।

Picsart_22-03-30_07-19-03-528.png

Picsart_22-06-27_08-12-47-244.png

বর্ণনা

এই সম্প্রদায়ে আপনি এখানে আপনার বিজ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা ও প্রতিভাগুলো ভাগ করতে পারেন৷
আমি আশা করি আপনি এখান থেকে ভাল সমর্থন পাবেন।

সপ্তাহের সেরা লেখক।
আজকের সেরা পোস্ট।
প্রতিযোগিতার পোস্ট।
তাহলে বিজ্ঞান ও প্রযুক্তিগত আপনার নিজস্ব দক্ষতা, অভিজ্ঞতা ও প্রতিভা যেকোনো বিষয়ে একটি দৈনিক পোস্ট লিখুন এবং লেবু টেকনো স্টিম সম্প্রদায়ে প্রকাশ করুন।

লেবু টেকনো স্টিম কমিউনিটি টিম আপনার পোস্টটি প্রতিদিনের সেরা পোস্টের ঘোষণায় অন্তর্ভুক্ত করবে।
আর এভাবে প্রতি সপ্তাহে সেরা লেখক নির্বাচন করা হবে।
যে লেখক অংশগ্রহণ চালিয়ে যাবেন তাকে সপ্তাহের সেরা লেখকের পুরস্কার দেওয়া হবে।

আপনি যদি কোনো বিষয়ে বিশেষজ্ঞ হন, এখন লেবু টেকনো স্টিম সম্প্রদায় আপনাকে একটি প্ল্যাটফর্ম প্রদান করছে যেখানে আপনি আপনার পছন্দের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে লিখতে পারেন এবং সেরা লেখকদের তালিকায় আপনার নাম যোগ করতে পারেন।

আপনি যদি একজন ভাল প্রযুক্তিগত টিউটোরিয়াল লেখক হন, স্টিমিট সম্পর্কে ভালো জানেন, ওয়েব ডিজাইনার, সোশ্যাল মিডিয়া টিউটোরিয়াল, ডিভাইস সফ্টওয়্যার এবং অ্যাপস রিভিউ, বৈজ্ঞানিক পণ্য রিভিউ এবং বৈজ্ঞানিক ডেইলি গেম লিখুন আপনার সেরা বিষয়বস্তু লেবু টেকনো স্টিম যেকোনো বিষয়ে।

কিন্তু শুধুমাত্র মূল বিষয়বস্তু, কোন চুরির অপব্যবহার, কপি রাইট কন্টেন্ট গ্রহণযোগ্য হবে না।

কোন চুরি অপব্যবহার পরীক্ষা করে ধরা পড়লে প্রথমে সতর্ক করে দেওয়া হবে ।
তারপরেও আবার ঘটনা ঘটার পরে তার অ্যাকাউন্ট মিউট করে দেওয়া হবে।

Picsart_22-06-27_08-12-47-244.png

নিয়ম-কানুন

০১.এই পোস্টটি রিস্টিম করুন, যাতে আরও মানুষ এই সম্প্রদায় সম্পর্কে জানতে পারে৷

০২.আমাদের উৎসাহিত করতে লেবু টেকনো স্টিম সম্প্রদায়কে সাবস্ক্রাইব করুন।

০৩. এই কমিউনিটিতে আপলোড করা পোস্টগুলি সর্বনিম্ন 250 শব্দের হতে হবে।

০৪.যে কোনও ভাষায় পোস্ট করা যাবে।
নিজ হাতে সাদা কাগজে সিগনেচার পেন দিয়ে এই কমিউনিটির নাম লিখে সেলফি সহকারে একটি ছবি দিয়ে প্রথম পোস্ট করতে হবে ।
যাকে বলা হয় ইন্ট্রোডিউস পোস্ট।

০৫.এই সম্প্রদায়ে প্রকাশিত বা অন্য সম্প্রদায়ে পোস্ট করা হয়েছে এমন পোস্ট আমরা গ্ৰহণ করব না।

০৬.পোস্টের বিষয়বস্তু আপনার নিজের মূল কাজ হতে হবে, চুরির কোনো প্রমাণ, অপব্যবহারের ফলে কমিউনিটি থেকে নিষিদ্ধ করা হবে।

০৭.লেবু টেকনো স্টিম কমিউনিটি টিম প্রতিদিন সেরা পাঁচটি পোস্ট নির্বাচন করবে এবং @বুমিং স্টিম টিম এই পাঁচটি পোস্টের প্রশংসা করবে।

০৮.@steemcurator01 বা @steemcurator02 দ্বারা ইতিমধ্যেই আপভোট করা পোস্টগুলি অতিরিক্ত @বুমিং ভোটের জন্য যোগ্য হবে না।

০৯. পোস্টের ফটোগুলো নিজস্ব হতে হবে। কিন্তু যদি বিশেষ ক্ষেত্রে কোন ফটো ব্যবহার করতে হয় তাহলে সেই সাইটের সোর্স লিংক ব্যবহার করতে হবে।

১০.প্রথম তিনটি ট্যাগ প্রতিটি পোস্টে ব্যবহার করতে হবে।
#steemexclusive
#lebutechnosteem
#country

Picsart_22-06-27_08-12-47-244.png

যা যা বিষয়ে লিখতে পারবেন

নিম্নলিখিত দক্ষতা এবং অভিজ্ঞতাগুলো আপনারা এই কমিউনিটিতে শেয়ার করতে পারেন

১. বিজ্ঞান ও টেকনোলজি সম্পর্কিত কোনো টিউটোরিয়াল ও এডুকেশন।

২. যেকোনো সোশ্যাল মিডিয়ার টিউটোরিয়াল ও এডুকেশন।

৪. অনলাইন ওয়েবসাইট ওয়েব ডিজাইন সম্পর্কিত কোন টিউটোরিয়াল।

৫. স্টিমিট বা কিপ্টকারেন্সি সম্পর্কিত কোনো টিউটোরিয়াল বা এডুকেশন।

৬. যে কোন অ্যাপস বা সফটওয়্যার বৈজ্ঞানিক যন্ত্রপাতি বা মেশিনারিজ সম্পর্কিত রিভিউ।

৭. বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত দৈনিক বা সাপ্তাহিক ডায়েরি গেম।
যার শিরোনাম বিজ্ঞান ডাইরি গেম।

৮. বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কিত সৌরজগৎ , গ্রহ উপগ্রহ গ্রহণপুঞ্জ ও ধুমকেতু ইত্যাদির বৈজ্ঞানিক তথ্যসমূহ।

৯. মোবাইল ও কম্পিউটার সম্পর্কে বিভিন্ন তথ্য।

১০. ফার্স্ট এইড মেডিকেল শিক্ষা। অ্যানাটমি, ফিজিওলজি ,ফার্মাকোলজি ,গাইনোলজি, মেডিসিন, সার্জারি ইত্যাদি সম্পর্কিত শিক্ষা।

Picsart_22-06-27_08-12-47-244.png

আমি আপনাকে এবং আপনার বন্ধুদের এই সম্প্রদায়ের সদস্যতা নিতে আমন্ত্রণ জানাচ্ছি যাতে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপডেট পেতে পারেন।

নতুন নতুন আপডেট থাকলে পরবর্তী পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে।
সেই কোথায় সবাই ভালো থাকবেন ,সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন ।

Picsart_22-06-27_08-12-47-244.png

নিম্নলিখিত যেকোন লিংকে ক্লিক করে উক্ত কমিউনিটি ডেলিগেশন করতে পারেন।

DelegationsDelegationsDelegations
50 SP100 SP150 SP
200 SP250 SP300 SP
350 SP400 SP450 SP
500 SP1000 SP2000 SP
5000 SP10000 SP20000 SP

এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

Best Regards,

Admin
@doctorstrips

Picsart_22-06-26_09-06-41-850.png

Sort:  

The rules of the community is so nice and constractive.I like the policy is very good.
Thanks so much for your great post share to us

 3 years ago 

Thank you ❤️😌👍 very much