You are viewing a single comment's thread from:

RE: Application for Community Curator "The Quest Team" for June 2025

in WORLD OF XPILAR2 days ago

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই @stef1 ম্যাম, এতো‌ সুন্দর ভাবে অ্যাপ্লিকেশন করার জন্য। এই‌ প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর থেকে @sduttaskitchen ম্যামের সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছে, আর পরবর্তীতে ম্যামের হাতধরে আপনার মতো‌ মানুষের সম্পর্ক জানার‌ সুযোগ হয়েছে,যিনি এই প্লাটফর্মের সাথে আরও পূর্বের থেকে যুক্ত‌ আছেন। আপনাদের দুজনের অভিজ্ঞতা, কাজের প্রতি দায়িত্বশীলতা,সততা এই সবকিছুই আমাদের জন্য শিক্ষনীয়। আশাকরি এই‌ অ্যাপ্লিকেশনটি পড়ে স্টিমিট টিম কর্তৃপক্ষ আপনাদের যোগ্যতার ভিত্তিতে আগামী মাসে ‌কিউরেটর পদের জন্য নির্বাচন করবেন। আমার‌পক্ষ থেকে আপনাদের দুজনের জন্য অনেক শুভকামনা রইলো। আপনাদের সুস্থতা কামনা করি। ভালো থাকবেন ম্যাম।

Sort:  

Dear Sampa, thank you very much for such wonderful words of support. I know and appreciate your work in Incredible India and your activity. Hope we will have a chance to get a role curator for June!