The Gold Story Contest –সোনা কোন সামাজিক উপকারী ধাতু নহে । শুধু পয়সাওয়ালাদের বিলাস মাত্র।

মধ্যরাতের শুভেচ্ছা

17537287429267163948291637335678.png

Scorch

"সোনা সোনা সোনা সোনা নয় যত খাঁটি তারচেয়েও বেশী খাঁটি আমার বাংলাদেশের মাটি" -------

কবি তার কবিতায় আমার দেশ তথা বাংলাদেশের মাটিকে সোনার চেয়েও বেশি খাটি হিসেবে বর্ণনা করে গেছেন ।আসলে আমার দেশের মাটি সোনার চেয়েও অনেক বেশি খাঁটি। এদেশের মাটিতে সোনা ফলে। আমাদের অন্য জোগায়। যা হারিয়ে গেলে আমরা পথে বসি এবং পথের মানুষ হয়ে যাই। তাই খনিজ ধাতব সোনা আমার দেশের মাটির চেয়ে বেশি মুল্যবান তা আমি ভাবতে পারিনা।

পাট বাংলাদেশের সোনালী আঁশ। যা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় এবং পাট শিল্পে দেশে বিদেশে হাজার হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করে, হাজার পরিবারের সদস্যদের মুখে অন্য জোগাতো। এখন এ শিল্প অনেকটা হুমকির মুখে। কেননা বিষাক্ত প্লাস্টিক ও পলিথিন তার স্থান অনেকটা দখল করে, পৃথিবীর প্রাণীকুলের উপর বিষাক্ত থাবা ফেলেছে।

সোনা এক ধরনের খনিজ ধাতব। যা দেখতে চকচকে হলুদ।এর রাসায়নিক সংকেত Au. ল্যাটিন শব্দ Aurum থেকে সোনার এ নামের উৎপত্তি হয়েছে।

রাসায়নিক বিশ্লেষণ, platinum ← gold → mercury.
Ag

Au

Rg
তবে মজার বিষয় হলো এ ফর্মুলায় আজ পর্যন্ত কেহ সোনা তৈরি করতে পারে নাই। এখনও তা প্রাকৃতিক ভাবে পেতে খনির উপরই নির্ভর করতে হয়।

হয়ত এভাবেই আদি অনাদি কাল পর্যন্ত চলতে থাকবে। তাই এই খনিজ ধাতব অপ্রতুল হওয়ায় এবং এর মজুদ ও ব্যবহার বেশি হওয়ায় এর বাজার মুল্যমান অনেক বেশি।

অপর দিকে এর মজুদ ও ব্যবহারিক চাহিদা দিন দিন বাড়তে থাকায় এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে।
বিশেষ করে ব্যাংক গুলোর মজুদ চাহিদা দিন দিন বেড়ে চলায় , সোনা এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

এখন এর ব্যবহার পয়সাওয়ালাদের কব্জায় চলে গেছে। তাঁরা মজুদ করছে, আবার নারী পুরুষ সবাই মিলে ব্যবহারও করছে আবার মজুদ গড়ে তুলে ব্যবসা করছে।
শুধু কপাল পুড়ছে সাধারন মানুষের এবং ভুমিহীন হচ্ছে বিশ্বের কোটি কোটি পরিবার।
কেননা সামাজিক রেওয়াজ অনুযায়ী, মেয়েদের বিয়ের সময় সোনার গহনা ও উপঢৌকন দেওয়ার প্রচলন রয়ে গেছে । তাই সাধারণ মানুষ তাদের বাড়ির ভিটা কিংবা শেষ এক খন্ড আবাদী জমি বিক্রয় করে, মেয়ের বিয়ের জন্য উচ্চ মুল্যে সোনা কিনে পথের ফকির হয়ে যাচ্ছে।
সোনা কোন উপকারি ধাতু নয়,যার সৃষ্টিতে রয়েছে, সাধারণের ধ্বংশের হাতিয়ার।

আমার গল্প

17537289105627465901697553789295.png
Scorch
আদিকাল থেকে সোনা গহনা হিসেবে সারা বিশ্বের মেয়েদের কাছে অতি জনপ্রিয়। আমি একজন মেয়ে। আমাদেরও দুজন মেয়ে রয়েছে। তাই সোনার গহনা পরার শখ সবার মত আমাদেরও রয়েছে। জানিনা মহান আল্লাহ জীবদ্দশায় আমাদের এ শখ পুরনে সহায়তা করবেন কিনা। মহান আল্লাহ তৌফিক দান করলে , আমদের শখ হয়ত কোনদিন পুরন হবে , ইনশাআল্লাহ।

আমার কথা

সোনা কোন সামাজিক উপকারী ধাতু নহে । শুধু পয়সাওয়ালাদের বিলাস মাত্র।

I invite @mohsin018, @alif123 , @alanvielve to participate!

লেখক ও আলোচক, @naturesteem

Sort:  

Hola @naturesteem, pues, el oro es un mineral que es valioso para todos, son embargo,si he notado que hay culturas (tal vez para la tuya se así) en la que el oro es algo que se regala en las bodas, se habla de dote, y cosas similares, las cuales respeto por see algo cultural, sin embargo,no es algo común en todos lados, en Latinoamérica no es necesario regalar joyas ni oro de manera obligatoria en una boda, pero como digo, es algo cultural, y todo es válido, supongo. Saludos, gracias por participar en el concurso.

Thank you very much 👍😊

A veces sucede que las tradiciones se ponen por encima del bienestar común, como el caso que señalas vender todo para comprar oro y quedar como mendigo, no tiene mucho sentido, pero supongo que es por una demanda de la sociedad en que esto se produce, y no porque el oro sea malo en sí.

Gracias por participar en el concurso.

Many many thanks 🙏 👍 too

Thank you for participating in the competition.

Thanks 😊👍