You are viewing a single comment's thread from:
RE: Even if the illness is minor, it is suffering.
আল্লাহতালার কাছে দোয়া করি যেন আর শারীরিক সুস্থতা দ্রুত দান করেন। মনে হয় যে ঠান্ডা গাছ এটা খুবই কমন একটা বিষয় তারপরেও যখন অতিরিক্ত হয়ে যায় অনেকদিন ধরে থাকে সেক্ষেত্রে এটা ভয়ঙ্কর হয়ে যায়।
এই সময়ে যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে, আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডা কাশি আমারও লেগেছিল এইতো কয়েকদিন আগে। ১৮-২০ দিন হল। এই সময় আপনি গরম পানি এবং লবঙ্গ গরম পানি দিয়ে খাচ্ছেন এটা সত্যিই অনেক উপকার তবে এর সাথে আরও একটি যুক্ত করতে পারেন তা হচ্ছে গোলমরিচ লবঙ্গ এর চেয়ে আরো বেশি কার্যকর ভূমিকা রাখবে এই লবঙ্গ।
আমাদের নিয়মিত হালকা কুসুম কুসুম গরম পানি খাওয়া প্রয়োজন। একে আমাদের পেট ও ভালো থাকবে এমন কি ঠান্ডা কাশি ও সহজে লাগবে না। আল্লাহতালা আমাদের সকলকে সুস্থতা দান করুন।
আমার ঠান্ডা হওয়ার পর থেকে আমি প্রায় প্রত্যেকদিনই গরম পানি খাওয়ার চেষ্টা করি।