RE: The Diary Game: My Sunday Day Of Activities ,My Health Experience|| 13/07/2025||
আপনার পোস্টটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। প্রথমেই আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া জানাই,আশা করি আপনি এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। অসুস্থতার মাঝেও যেভাবে আপনি দিনটি ধৈর্য ধরে কাটিয়েছেন এবং প্রাকৃতিক উপায়ে নিজের শরীরকে চাঙ্গা করার চেষ্টা করেছেন, সেটা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে রসুন, আদা, ও ডাবের পানি ব্যবহার করা ছিল খুবই কার্যকর একটি সিদ্ধান্ত। আপনার ভাড়াটিয়ার সাহায্যটাও খুব মানবিক ছিল,এটা প্রমাণ করে ভালো মানুষ সবসময় আশেপাশেই থাকে।পোস্টের বর্ণনাগুলো এবং ছবিগুলো একসাথে মিলিয়ে খুব বাস্তব অনুভূতি তৈরি করেছে। আপনি ধাপে ধাপে যেভাবে দিনটিকে তুলে ধরেছেন, তাতে মনে হয়েছে যেন আমিও আপনার দিনটির অংশ ছিলাম।
আল্লাহ আপনাকে সুস্থতা দিন, এবং ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর দিন উপহার দিন,এই প্রার্থনা করি। পোস্টটি আমাদের জন্যও একটি ভালো শিক্ষা, অসুস্থতার সময় কিভাবে শান্তভাবে নিজেকে যত্ন নিতে হয়, সেটি আপনি সুন্দরভাবে দেখিয়েছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Thank you so much for stopping by dropping this wonderful message of comment,it is good to use natural things to treat ourselves sometimes.
Thank you so much