Achievement 1 : My First Introduction Post

আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমি এই স্টিমিট প্লাটফর্মে নতুন সদস্য। শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে ফেলি ।

IMG_5820.jpeg


পরিচয় :

আমার নাম মুহাইমিন
পিতার নাম : নূর নবী
মাতার নাম : হামীদা বেগম
আমরা আপাদত লক্ষীপুর জেলায় বসবাস করছি। পড়াশোনার জন্য ছোটবেলা থেকেই বাবার সাথে নোয়াখালীতে থাকা হয়েছে।


শিক্ষা জীবন :

আমি আমার বাবার মাদ্রাসায় ৩য় শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা চালিয়ে গিয়েছিলাম। পরবর্তীতে আমি আলিমে দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় ভর্তি হই। এবং ওখান থেকে এইচএসসিতে জিপিএ ৫.০০ পেয়ে পরিবারের সুনাম ধরে রাখি। আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট সবসময় ভালো ছিলো। এখন আমি বর্তমানে নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে অধ্যয়নরত আছি।


আমার সখ :

বর্তমান সময়ে আমি একজন স্টুডেন্ট। সেহেতু আমি চাইলেও অনেক বেশি ঘুরতে যেতে পারিনা। তারপরেও আমি সবসময় চেষ্টা করি ঘুরতে যাওয়ার। কারণ পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জায়গা আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন। আর আমাদের দেশেও মাশাল্লাহ অনেক সুন্দর জায়গা আছে ঘুরার জন্য। আমি রাঙামাটি ও বান্দরবান গিয়ে অনেক সুন্দর জায়গা পরিদর্শন করেছিলাম। সেখানকার পাহাড় এবং নদীগুলো দেখে আমার প্রাণ জুড়ে গিয়েছিলো। বিশেষ করে কাপ্তাই লেক আমার সবথেকে পছন্দের জায়গা ছিলো।
আমার প্রধান শখ হলো আমি সুন্দর জিনিস দেখা মাত্রই আমার মুঠোফোনে তা ক্যাপচার করা। আমার পুরো গ্যালারিজুড়ে আকাশ, নদী, পাহাড় পর্বতের ছবি। যেখানে সেখানে ছবি তুলে ফ্রেমে বন্দি করতে ভালো লাগে। আমি আমাদের ইউনিভার্সিটির ফটোগ্রাফি ক্লাব থেকে অসংখ্য পুরস্কার পেয়েছি। যাইহোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।


স্টিমিট সম্পর্কে যেভাবে জেনেছি :

আমি স্টিমিট সম্পর্কে ইউটিউব থেকে জেনেছি। এখন আমি এখানে সবার সাথে কাজ করে যেতে আগ্রহী। আশা করছি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু শিখতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।

Posted using SteemPro