Achivement 1: My Frist Introduction Post

in Newcomers' Community3 days ago (edited)

IMG_20240924_145353.jpg

আস্সালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ্‌ ।

আমার পরিচয়ঃ
আমি মোঃ জোবায়েদ হোসেন। জন্ম এবং বেড়ে ওঠা নেত্রকোনার একটি প্রত্যন্ত গ্রামে, যেখানে বর্ষায় চারদিক পানিতে থৈ থৈ করে আবার হেমন্তের ছোঁয়ায় সবকিছু সবুজের চাদড়ে ঢেকে যায়। বিচিত্র সৌন্দর্যের নেত্রকোনায় কোথাও সমতল আবার কোথাও উঁচু ভূমি, পাহাড়-ঝর্ণা। বাংলাদেশের একমাত্র চিনামাটির পাহাড়ের কুল ঘেঁষে নীল পানির লেক যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। এখানে মানুষের প্রধান পেশা কৃষি। তারাই আবার বর্ষায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে।

শিক্ষাজীবনঃ
বড় আপু এবং ভাইয়ার সাথে গ্রামের টিনশেডের স্কুলে যেতে যেতে কবে যে আমার শিক্ষাজীবন শুরু হয়ে যায় ঠের'ই পাইনি। প্রথমিক শেষ করি তাদেরই স্কুল "২৫ নং চিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়" থেকে। তারপর মাধ্যমিকে ভর্তি হই "চিরাম তাহেরা-মান্নান স্মৃতি উচ্চ বিদ্যালয়"এ। গ্রামের স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক সম্পন্ন করে শহরের স্বনামধন্য কলেজে ভর্তি হওয়ার সুযোগ হয় আমার। আমি সবসময় এভারেজ স্টুডেন্ট ছিলাম। জিবনে কোনোদিন স্কুলে প্রথম হইনি। কিন্তু মাধ্যমিকে মানবিক বিভাগ থেকে উপজেলায় প্রথম হয়ে বোর্ড বৃত্তি প্রাপ্ত হই। যেটা আমার জিবনে মোড় ঘুরিয়ে দেয়। এরপর থেকে আর পিছনে তাকাতে হয়নি। নেত্রকোনা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাই এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পছন্দের সাবজেক্টে ভর্তির সুযোগ পেয়ে সেখানেই ভর্তি হই। বর্তমানে অধ্যায়ন করছি অর্থনীতি বিভাগ ফাইনাল ইয়ারে।
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি কয়েকটি সংগঠনের সাথে যুক্ত আছি। তারমধ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), গোল্ড বাংলাদেশ (বিতর্ক সংগঠন) এ সক্রিয়ভাবে কাজ করছি। বিএনসিসিতে ক্যাডেট থাকা অবস্থায় ২০২০ সালে "শ্রেষ্ট বাদক" এ্যাওয়ার্ড পাই। এবং ২০২৩ সালে ক্যাডেট সার্জেন্ট থাকা অবস্থায় "শ্রেষ্ট ক্যাডেট এ্যাওয়ার্ড পাই।

IMG_20240926_172550.jpg
২০২৩ সালের শ্রেষ্ট ক্যাডেট এ্যাওয়ার্ড ও অন্যান্য পুরস্কার প্রাপ্তি।


বিভিন্ন সংগঠন থেকে প্রাপ্ত পুরষ্কার ।

IMG_20240926_173057.jpg
বিএনসিসির ড্রেস পরিহিত অবস্থায় আমি।

শখঃ
শখের কথা যদি আলাদা করে বলি তাহলে প্রথমেই আসবে বাগান করা,তারপর পেইন্টিং করা, গান গাওয়া, নন-ফিকশন বই পড়া এবং ঘুরাঘুরি করা, ।
ছোটবেলা থেকেই গাছ লাগানোর প্রতি আমার অন্যরকম ঝুঁক, নতুন নতুন গাছ সংগ্রহ করে আমি মানসিক আনন্দ পাই। বয়সের সাথে সাথে মানুষের শখ-ইচ্ছার পরিবর্তন ঘটে, আমার ক্ষেত্রেও এমন হয়। কিন্তু বাগান করার ইচ্ছা যেন বয়স বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে। ছোটবেলায় যে গাছগুলো আমি ছোট বলে কিনতে পারতাম না এখন বড় হয়ে সেগুলো সংগ্রহ করতে পারছি খুব সহজেই। বাড়িতে একটা ছোট্ট বাগান আছে। আমি চার বছর ধরে হলে থাকি, এবং এখানে চারবছরে অনেক গাছ সংগ্রহ করেছি। আমার গাছের কিছু ছবি.......

IMG_20240926_171000.jpg

আগেই বলেছি, আমি যত বড় হচ্ছি আমার ছোটবেলা শখগুলো আমার সাথে সাথে বড় হচ্ছে। আসলেই তাই। আগে পেন্সিল দিয়ে খাতায় পতাকা , মানচিত্র আঁকতাম। এখন দেয়ালে আঁকি, বিশাল বড় করে। বিভিন্ন নতুন আইডিয়া ক্যানভাসে ফুটিয়ে তুলি। আমার আঁকা কয়েকটি ছবি

IMG_20240926_161623.jpg

IMG_20240906_140216.jpg

গান গাওয়াও আমার ছোটবেলার শখ। স্কুলের পিটিতে আমি না গেলে যেন জাতীয় সংগীতই গাওয়া হতো না! একটু বড় হয়ে হারমুনিয়াম শেখা শুরু করলাম। কিন্তু গ্রামে টিচার না পেয়ে হারমুনিয়ামটা আর শিখা হলো না। তবে গানটা আমি ছাড়তে পারিনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পরের বছর নিজের জমানো টাকা দিয়ে একটা ইউকুলেলে কিনি। অবসরে টুংটাক বাজাতে বাজাতে এখন পুরোপুরি শিখে গেছি। যখন একা লাগে তখন ইউকুলেলে বাজাই আর ফোক করি, গাই লালন, বাউল, পল্লীগীতি। এই হলো আমার ইউকুলেলে এবং আমার ছবি......

IMG_20230730_101407.jpg

IMG_20240122_033022.jpg

ঘুরতেও ভীষণ পছন্দ করি। প্রতিবার সেমিস্টার শেষে ঘুরতে না গেলে যেন ষোলকলাই পূর্ণ হয়না আমার।

IMG_20240926_173146.jpg
নাটোর রাজবাড়ি, নাটোর।
IMG_20240926_172704.jpg
ভাওয়ালগড় ,গাজিপুর।

স্টিমিট সম্পর্কে যেভাবে জেনেছি:
@Junaidahmad ভাইয়ের কাছ থেকে প্রথম স্টিমিট সম্পর্কে জানতে পারি। এর আগে এই প্লাটফর্ম সম্পর্কে কিছুই জানতাম না। ভাইয়ের কাছ থেকে শুনেই আপনাদের সাথে কাজ করার আগ্রহ জাগে। একপর্যায়ে ভাই আমাকে একাউন্ট খুলে দেন।
আমি আমার মননশীল চিন্তাভাবনা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ করতে চাই এই প্লাটফর্মের মাধ্যমে। এতে আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য। আমাকে সহযোগিতা করবেন এবং ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ্ হাফেজ।

Sort:  
 20 hours ago 

প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। স্টিম ফর বাংলাদেশ কমিউনিটি থেকে প্রতি সপ্তাহে নিউমারদের জন্য প্ল্যাটফর্মের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এবং প্ল্যাটফর্মের বিভিন্ন নিয়ম কানুন সহ ইউজারদের বিভিন্ন বিষয়ে গাইড দেওয়া হয়। যাতে করে নতুন ইউজার দ্রুত প্ল্যাটফর্মের ভালো একটি অবদান এবং তার দক্ষতা প্রকাশ করতে পারে। আপনি চাইলে অবশ্যই আমাদের সাপ্তাহিক অংশগ্রহণ করতে পারেন।

আপনার মূল্যবান মতামত পেশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সপ্তাহিক আলোচনায় অবশ্যই থাকবো, ইন শা আল্লাহ্।

Steemit স্বাগতম!

এই পোস্টটি @philhughes এর মাধ্যমে টিম 7 দ্বারা আপভোট/সমর্থিত হয়েছে। আমাদের দল সম্প্রদায়ে যোগ করে এমন সামগ্রী সমর্থন করে৷

image.png

ইস্টিমিট প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। আমি আশা করি আপনি আপনার সর্বোচ্চ মনোবল নিয়ে এখানে নিয়মিত পোস্ট করবেন। এবং কমিউনিটি সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবেন। এখান থেকে অবশ্যই সফলতা পাবেন ইনশাল্লাহ। আমরা বিশ্বস্ততার সাথে এই ইস্টিমিট প্ল্যাটফর্মে বেশ কিছুদিন যাবত কাজ করছি। এই প্লাটফর্মের সবাই খুব হেল্পফুল এবং খুবই বন্ধুত্বসুলভ। আপনি যদি কোন বিষয়ে কোন সমস্যা মনে করেন, তাহলে আমাদের প্রতি সপ্তাহে মিটিং হয় সেই মিটিংয়ে অ্যাটেন্ড হোতে পারেন ডিসকোড সার্ভার এসে। ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি স্টিমিটের কিছুই বুঝি না। আশা করি আপনাদের থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবো এবং আপনাদের থেকে পজিটিভ রেসপন্স পেলে সফলতা আসবেই, ইন শা আল্লাহ্। আপনারা অনেক হেল্পফুল এবং ফ্রেন্ডলি এটা অল্প সময়ের মধ্যেই বুঝে গেছি, ভাই।