স্টিমেট প্ল্যাটফর্মে আমার পরিচিতি পোস্ট || Achievement 1 || by @jannat7

in Newcomers' Community10 months ago

হ্যালো বন্ধুরা ,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন।
স্টিমিট প্ল্যাটফর্মে আসতে পেরে আমি খুব খুশি। বেশ কয়েকদিন ধরে এই প্লাটফর্মে আমি কাজ করছি। এখানে কাজ করতে আমার ভীষণ ভালোই লাগে। তবে আমি এইসব সম্পর্কে আরো বেশি কিছু জানতে আগ্রহী । এমনকি এ প্লাটফর্ম সম্পর্কে নতুন কিছু শিখতে আগ্রহী। আমি এখানে এসে এটি সম্পর্কে আরও জানতে চাই। আমি এখনও খুব ছোট কিন্তু এখনও এই প্ল্যাটফর্মে কাজ করতে এবং কাজ শিখতে চাই।

IMG-20240402-WA0001.jpg

আমার সম্পর্কে :

আমার নাম নুর নাহার জান্নাত। আমার অ্যাকাউন্টের নাম @jannat7। আমার পরিবারে ৬ জন সদস্য আছে। আমার বাবা বেঁচে নেই। আমার বাবা প্রবাসে ছিলেন। ‌ সেখানে থাকাকালীন তিনি 2015 সালে মারা যান। আমি তখন খুব ছোট ছিলাম। আমি, আমার মা, আমার বড় ভাই, আমার ছোট ভাই, বড় ভাইয়ের স্ত্রী এবং আমার ছোট ভাতিঝি। তাদের সবাইকে নিয়ে আমার পরিবার। আমার বাবা বেঁচে নেই বলে খুব দুঃখ করতাম কিন্তু পরিবারের সাথে থাকার কারণে এই দুঃখ কিছুটা দূর হয়েছে। এখন আমি আমার পরিবারের সাথে বেশ ভালোই আছি।

কারণ আমি আমার ভাইয়ের কাছ থেকে আমার সব ইচ্ছা পূরণ করতে পারি। আর আমার মা আমাকে অনেক ভালোবাসে। এবং আমি আমার ছোট ভাতিঝির সাথে সব সময় খুশি। আমি আমার ভাতিঝির সাথে অনেক দুষ্টুমি করি। আমি আমার পড়াশোনায় , আমার ভাতিঝির সাথে সময় কাটাতে, আমার মাকে কিছু কাজে সাহায্য করি , সময় পেলে ছবি আঁকা, টিভি দেখে ব্যয় করি। আমি আমার পরিবার নিয়ে খুব খুশি। আমি আমার পরিবারের সাথে থাকতে পছন্দ করি।

IMG-20240402-WA0004.jpg

IMG-20240402-WA0003.jpg

আমার শখ :

আমার শখ ছবি আঁকা। আমি আঁকতে পছন্দ করি কিন্তু আমি এখনও ভাল আঁকতে পারি না। তবে ছবি আঁকার চেষ্টাও করি। আমি এখন আঁকা শিখছি। আমি আমার গল্পের বই পড়তেও উপভোগ করি। তার সাথে আমি মাঝেমধ্যে ফটোগ্রাফি করতেও পছন্দ করি। আমি বিভিন্ন ধরনের হাতের কাজ করার চেষ্টা করি। এ ধরনের কাজগুলো আমার খুবই ভালো লাগে। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

1629536836696 (1).jpg

1634286418110.jpg

আমার শিক্ষা এবং কাজ :

দাগনভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আমি বর্তমানে এসএসসি পরীক্ষার্থী হিসেবে লেখাপড়া করেছি এবং সেখান থেকে এসএসসি পরীক্ষা দিবো। আমি ভালোভাবে পড়ালেখা করার চেষ্টা করছি। তার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজগুলো শিখতে চেষ্টা করছি।

এই প্লাটফরমে কার মাধ্যমে আসলাম :

আমি আমার বড় ভাই @narocky71 থেকে এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পেরেছি। প্রথমে আমার তেমন আগ্রহ ছিল না। আমি তার কাজ দেখে এই প্ল্যাটফর্ম সম্পর্কে কিছুটা শিখতে পেরেছি । আমি দেখতে পাচ্ছি যে আমি এখানে সবার সাথে আমার দৈনন্দিন কাজকর্ম শেয়ার করতে পারি এবং আমি বিভিন্ন কাজ বা আমার আঁকা ছবি সবার সাথে শেয়ার করতে পারি। সবকিছু জানার পর আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে আগ্রহী। আমি এখানে কাজ করতে এই প্ল্যাটফর্ম সম্পর্কে আরও জানতে আগ্রহী।

IMG-20240402-WA0002.jpg
আমি আর আমার ভাইয়া

আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার কাজ এবং আমার কার্যক্রম আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করতে পারি। এই প্ল্যাটফর্মে আসতে পেরে আমি খুবই আনন্দিত।